![]() |
স্টাফ রিপোর্টার।। অস্ত্র ও মাদকের দুই মামলায় সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা উগ্র হিন্দুত্ববাদি পিযুষ কান্তি দে-কে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ রবিবার দুপুরে মহানগর মূখ্য হাকিম আদালতের বিচারক মুহম্মদ মোস্তাইন বিল্লাহ শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।
র্যাবের করা অস্ত্র ও মাদক মামলার আসামি পিযুষ ও তার তিন সহযোগী বাপ্পা পাল, মন্টি রায় ও রায়হান খানের সাত দিন করে পৃথক ১৪ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে দুই দিন করে চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয় বলে জানা গেছে।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ সেলিম মিয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, পিযুষের বিরুদ্ধে ৩ প্রবাসীকে মারধর করা ছাড়াও চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ অসংখ্য মামলা রয়েছে।
চলতি বছরের ১১ সেপ্টেম্বর রাতে সিলেট নগরীর মির্জাজাঙ্গাল থেকে ৩ সহযোগীসহ পিযুষকে আটক করে র্যাব। তাদের কাছ থেকে ১টি রিভলভার, ৩টি রামদা এবং ৫ হাজার ৫৪০ পিস ইয়াবা জব্দ করা হয়। পরদিন বৃহস্পতিবার কোতোয়ালি মডেল থানায় মাদক ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।
খবর বিভাগঃ
অপরাধ
সিলেট বিভাগ
হিন্দু সমাচার
0 facebook: