06 November 2019

যশোরে ছয় শিশু শিক্ষার্থী ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন



স্টাফ রিপোর্টার।। যশোরে ছয় শিশু শিক্ষার্থীকে ধর্ষণ ও ধর্ষণচেষ্টার মামলার আসামি আমিনুর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক টিএম মুসা এ রায় দেন।

এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী ও নির্যাতিত শিশুদের শিক্ষকরা।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইদ্রিস আলী জানান, যশোর শহরতলীর একটি বিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির ছয় শিক্ষার্থী এক মাসেরও বেশি সময় ধরে যৌন নিপীড়নের শিকার হয়ে আসছিল। গত ২৮ এপ্রিল পাঁচ শিক্ষার্থী পরীক্ষায় অংশ না নেওয়ায় খোঁজ নিতে গিয়ে যৌন নিপীড়নের বিষয়টি স্কুল কর্তৃপক্ষের সামনে আসে। তারা জানতে পারেন স্কুল সংলগ্ন এলাকার আমিনুর রহমান এক প্রতিবন্ধী শিশুসহ ওই পাঁচ শিক্ষার্থীকে স্কুল থেকে ফেরার পথে খাবার দেওয়ার প্রলোভন দিয়ে একটি বাগানে নিয়ে যেতেন এবং ধারালো অস্ত্রের মুখে ধর্ষণ করতেন। একইসঙ্গে মুখ বন্ধ রাখতে পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিতেন। সর্বশেষ গত ১ মে স্কুল কর্তৃপক্ষ নির্যাতিত শিশু ও তাদের অভিভাবকদের ডেকে এনে জিজ্ঞাসবাদ করলে ধর্ষণের বিষয়টি প্রকাশ পায়।

এরপর নির্যাতিত এক শিশু শিক্ষার্থীর বড় বোন বাদী হয়ে গত ৪ মে কোতোয়ালি থানায় অভিযুক্ত আমিনুরের বিরুদ্ধে ধর্ষণ ও ধর্ষণচেষ্টার মামলা করেন।

তদন্ত শেষে পুলিশ আমিনুরের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ বিচারক আমিনুরকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। এরপর আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

এদিকে দ্রুত সময়ে রায় হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী ও নির্যাতিত শিশুদের শিক্ষকরা।


শেয়ার করুন

0 facebook: