01 December 2019

ইরাকে সরকারবিরোধী বিক্ষোভে নিহত চার শতাধিক প্রধানমন্ত্রীর পদত্যাগ! (ভিডিও)


আন্তর্জাতিক ডেস্ক।। মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত যুদ্ধবিধ্বস্ত ইরাকে সরকারবিরোধী বিক্ষোভে গত দুই মাসে প্রায় চার শতাধিক লোকের প্রাণহানি হয়েছে। তাছাড়া আহত হয়েছে আরও কমপক্ষে হাজারখানেক। যদিও এরই মধ্যে গোটা দেশে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় শিয়াপন্থি জ্যেষ্ঠ নেতা মুকতাদা আল সদর।

বিবিসি নিউজ জানায়, বিক্ষোভে উত্তাল ইরাকে গত দুই মাস যাবত প্রায় চার শতাধিক লোকের প্রাণহানির পর হঠাৎ পদত্যাগের ঘোষণা দেন প্রধানমন্ত্রী আবদেল আবদুল মাহদির। যদিও এর মাত্র কয়েক ঘণ্টার মাথায় সমর্থকদের প্রতি আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান শিয়াপন্থি জ্যেষ্ঠ নেতা মুকতাদা আল সদর।

শুক্রবার (২৯ নভেম্বর) সরকারের ওপর চাপ বৃদ্ধির অংশ হিসেবে ইরাকি জনগণকে সড়কে থাকার নির্দেশ দেন তিনি। এ সময় বিক্ষোভকারীদের ভবিষ্যৎ সরকারে নেতৃত্ব দেওয়ার জন্য একজন প্রার্থীর পক্ষে একমত হওয়ার আহ্বান জানান পার্লামেন্টের সাইরুন ব্লকের শিয়াপন্থি এই নেতা।

মুকতাদা বলেন, ‘গত দুই মাস যাবত চলা এই আন্দোলনের প্রথম সাফল্য হচ্ছে প্রধানমন্ত্রী মাহদির পদত্যাগ। এবার জাতিগত ও সাম্প্রদায়িকতার বিষয় বিবেচনা করে নতুন মন্ত্রিসভাকে নিয়োগ দিতে হবে।

গত অক্টোবরের ১ তারিখ দেশটিতে চাকরির ব্যবস্থা, দুর্নীতি বন্ধ এবং আরও উন্নত জনসেবার দাবিতে বাগদাদে সরকারবিরোধী আন্দোলন শুরু হয়। এরপর তা দক্ষিণাঞ্চলের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে। ইরাকের এই সরকারবিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত চার শতাধিক লোকের প্রাণহানি হয়েছে। তাছাড়া আহত হয়েছেন আরও কমপক্ষে হাজারের অধিক বেসামরিক নাগরিক।



শেয়ার করুন

0 facebook: