![]() |
আন্তর্জাতিক ডেস্কঃ কিছুক্ষণ আগেই ঘোষিত হয়েছে ভারতের 'সর্ব ভারতীয় গবাদি পশুমেলার' সেরা পশুটির নাম। এতে প্রথম হয়েছে ১৪শ কেজি ওজনের ষাড় 'যুবরাজ'। ৩০টি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে বিচারকরা সেরা পশু নির্বাচন করেছেন। প্রতিটি শাখাতেই সেরা হয়েছে সে। তাই দেশের সেরা হ্যান্ডসাম পশুটিকে দেখার জন্য যুবরাজকে ঘিরে ধরেছে প্রতিযোগিতায় আগত দর্শনার্থীরা।
এক ক্রেতা এটিকে সাত কোটি রুপিতে কিনে নেয়ার আগ্রহ দেখিয়েছিলেন। কিন্তু যুবরাজের মালিক করম বীর সিং তাতে রাজি হননি। কারণ তিনি এটিকে জন্তু নয়, নিজের ছেলে হিসেবেই দেখে থাকেন। তিনি বলেন, 'যুবরাজের মাধ্যমে প্রতি বছর ৫০ লাখ টাকা উপার্জন করি। তাছাড়া জীবনের সবকিছুর মূল্য তো আর টাকা দিয়ে হয় না!'
১৪ ফুট লম্বা আর ৫ ফুট ৯ ইঞ্চি উচ্চতার যুবরাজের পিছনে প্রচুর অর্থ খরচ করতে হয় করম বীরকে। তিনি বলেন, 'প্রতিদিন ২০ লিটার দুধ, ৫ কেজি আপেল আর ১৫ কেজি ভালো জাতের মাংস খেতে দেয়া হয় যুবরাজকে।'
নিয়মিত মর্নিং ওয়াকেও নিয়ে যাওয়া হয় একে। প্রতিদিন চার কিলোমিটার পথ হাঁটে সে। এর পিছনে মাসে ২৫ হাজার রুপি ব্যয় হয় বলেও জানালেন যুবরাজের মালিক।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
ভারত
0 facebook: