12 January 2018

মালয়েশিয়ায় ৫০ জন বাংলাদেশী আটক

আন্তর্জাতিক ডেস্কঃ মালয়েশিয়ায় অভিযান চালিয়ে অবৈধভাবে বসবাসের জন্য ৫০ বাংলাদেশীকে আটক করা হয়েছেএ সময় একটি মানবপাচার চক্রের সন্ধান পায় দেশটির ইমিগ্রেশন বিভাগ

ওই চক্রটির প্রধান হচ্ছে ৪৩ বছর বয়সী আবাং বাংলানামে পরিচিত এক বাংলাদেশীশুক্রবার (১২ জানুয়ারি) সকালে অভিযান চালিয়ে শাহ আলম এলাকা থেকে তাদের আটক করা হয়স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য স্টার অনলাইন এ খবর দিয়েছে

ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক (ডিজি) দাতুক সেরি মুস্তাফার আলি বলেছেন, প্রায় একসপ্তাহ ধরে পর্যবেক্ষণ করে কর্মকর্তারা শাহ আলম এলাকার একটি বাড়িতে অভিযান চালানওই সময় সেখান থেকে ৫০জন বাংলাদেশীকে আটক করা হয়

আটকদের বেশির ভাগেই ইমিগ্রেশন বিভাগের কালো তালিকাভুক্ততারা ঢাকা থেকে প্রথমে ইন্দোনেশিয়ার জাকার্তায় গেছেনএরপর সেখান থেকে নৌকায় করে অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশ করেছেন

মুস্তাফার বলেন, আটকদের কয়েকজনের বয়স ২০ থেকে ৪৫কালো তালিকাভুক্ত হওয়ায় তারা মালয়েশিয়ায় আকাশপথে আসতে পারেননি

আটকদের বেশির ভাগই আগে অবৈধ বসবাসের অভিযোগে ধরা পড়েছিলেনএজন্যই তারা কালো তালিকাভুক্ত হয়েছিলেন এবং মালয়েশিয়ায় নিষিদ্ধ হয়েছিলেন

অবৈধ বাংলাদেশীদের আটকের সময় তাদের কাছ থেকে ১৩ হাজার রিঙ্গিত জব্দ করা হয়েছে বলেও জানান তিনি


শেয়ার করুন

0 facebook: