17 January 2018

১৮০০ ওলামার সম্মিলিত ফতোয়া, আত্মঘাতী বোমা হামলা হারাম যদিও তা ধর্মের নামে হয়

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের প্রভাবশালী ১৮০০ আলেম ওলামা আত্মঘাতী বোমা হামলাকে হারাম ঘোষণা করে ফতোয়া জারি করেছেন। সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত কয়েকটি সন্ত্রাসবাদী সংগঠনের আত্মঘাতী হামলায় পাকিস্তানের সাধারণ মানুষ হতাহত হওয়ার হার বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এই ফতোয়া দেয়া হল।

মঙ্গলবার শীর্ষ আলেমদের এ ফতোয়াসংবলিত একটি বইয়ের মোড়ক উন্মোচন করেছে পাকিস্তান সরকার। এ ফতোয়াকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। কারন এতে এমন সব আলেমদের ফতোয়া রয়েছে যারা নিষিদ্ধ সংগঠনগুলোকে সমর্থন করতেন বলে অভিযোগ ছিলো।

এ ফতোয়ায় স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন পাকিস্থানের বিখ্যাত আলেম 'আহলে সুন্নাত ওয়াল জামাতের' মুহাম্মাদ আহমাদ লুধিয়ানভী ও আওরঙ্গজেব ফারুকি।

এ ছাড়াও আরেক স্বাক্ষরকারী হলেন 'ফাদার অব আফগান তালেবান' খ্যাত মরহুম সালিম-উল হকের পুত্র হামিদ-উল হক। পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশওয়ারে সালিমের মাদ্রাসাতেই আফগান তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমর পড়াশোনা করেন।

বইটির সর্বসম্মত ফতোয়ায় ওলামারা বলেছেন, কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর পক্ষ থেকে জিহাদ ঘোষণার কোনো এখতিয়ার নেই। ফলে তাদের সব আত্মঘাতী হামলা নিষিদ্ধ। তাদের বোমা হামলার মাধ্যমে ইসলামের মূল শিক্ষা লঙ্ঘন করা হচ্ছে বলেও ফতোয়ায় উল্লেখ করা হয়েছে।

পাকিস্তানের ইসলামি বিশ্ববিদ্যালয় বইটি বের করেছে। এ বই প্রকাশের প্রধান লক্ষ্য হচ্ছে- পাকিস্তানে সন্ত্রাসবাদের লাগাম টেনে ধরা। ২০০০ সালের পর থেকে পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলা ও নানামুখী সন্ত্রাসী তৎপরতার কারণে হাজার হাজার মানুষ নিহত হয়েছে। মোড়ক উন্মোচন অনুষ্ঠান প্রেসিডেন্ট মামনুন হোসেইন আশা করেন, সর্বসম্মতভাবে দেয়া এই ফতোয়ার কারণে পাকিস্তানে সৃষ্ট সন্ত্রাসবাদ, চরমপন্থা ও সাম্প্রদায়িকতার চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে সহায়তা করবে।


শেয়ার করুন

0 facebook: