21 January 2018

বেনজির ভুট্টোর রেকর্ড ভাঙছে, সন্তানের জন্য ছুটিতে যাচ্ছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্কঃ প্রধানমন্ত্রী থাকা অবস্থায় সর্বপ্রথম সন্তান জন্ম দেন পাকিস্তানের বেনজির ভুট্টোউনার সেই রেকর্ড ভেঙ্গে প্রথম সন্তানের মা হতে চলেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন (৩৭)আর এ জন্য জুনে সন্তান জন্মের পর ছুটি নেওয়ার কথাও জানিয়েছেন তিনিপ্রধানমন্ত্রী থাকাকালীন গর্ভধারণের এ ঘটনা দেশটিতে একটি নজির হয়ে থাকবে 

এর আগে শুক্রবার এক বিবৃতিতে এসব জানান জাসিন্ডা আরডার্নএকটি ই-মেইল বার্তায় জাসিন্ডা আরডার্ন জানান, সন্তান জন্মের পর ছয় সপ্তাহ ছুটি নেবেনআর এ সময় দায়িত্ব পালন করবেন ডেপুটি প্রধানমন্ত্রী ইউন্সটন পিটারতবে ছুটি শেষে যথারীতি কাজে ফেরার কথাও জানিয়েছেন বিশ্বের সর্বকনিষ্ঠ এই প্রধানমন্ত্রী

ফেসবুকে একটি পোস্টে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, ‘ক্লার্ক ও আমি খুবই উচ্ছ্বসিতআমাদের দলের সদস্য সংখ্যা দুই থেকে তিনে দাঁড়াবেতিনি আরো বলেন, ‘আমি হব প্রধানমন্ত্রী ও মাআর ক্লার্ক বাসায় থাকবে

জাসিন্ডা আরডার্নের স্বামী ক্লার্ক গ্যাফোর্ড নিউজিল্যান্ডের একটি টেলিভিশনে রান্নাবিষয়ক অনুষ্ঠান পরিচালনা করেন

সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাসিন্ডা বলেন, ‘আমিই প্রথম নারী নই যে একসঙ্গে অনেক কাজ করিআমিই প্রথম নই যে কর্মজীবী ও সন্তান আছেযদিও এটি একটু ভিন্ন ধরনেরতবে এসব কাজেও অনেক নারীই রয়েছেন, যাঁরা খুব ভালোভাবেই এসব করতে পেরেছেন

বিশ্বের কনিষ্ঠ এই প্রধানমন্ত্রী বলেন, মা হওয়ার নতুন এই দায়িত্ব আমি আগ্রহের সঙ্গে অপেক্ষা করছিএকজন প্রধানমন্ত্রী হিসেবে আমি সমানভাবেই করতে চাইপরিবর্তনের স্লোগান নিয়ে গত বছরে ক্ষমতায় আসেন জাসিন্ডা আরডার্ন

১৮৫৬ সালের পর থেকে এ পর্যন্ত নিউজিল্যান্ডের সবচেয়ে কনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন জাসিন্ডা আরর্ডানগত অক্টোবরে তিনি কেন্দ্রীয় বাম (সেন্টার লেফট) জোটের দায়িত্ব পান তাঁর বয়স মাত্র ৩৭ বছর। 


শেয়ার করুন

0 facebook: