21 January 2018

পরিচালক কোরআনে হাফেজ তাই ‘পোড়ামন ২’ ইসলাম বিরোধী ছবি নয় বলে দাবি?


স্টাফ রিপোর্টারঃ গত ১৫ জানুয়ারি (জাজ মাল্টিমিডিয়া আবারও ইসলাম অবমাননাকর বিতর্কিত মুভি তৈরী করছে) শিরোনামে করা সিয়াম-পূজা জুটির প্রথম ছবিপোড়ামন ২ছবির পোস্টার এর সংবাদ ব্যাপকভাবে সমালোচিত হয়। স্বদেশবার্তার সেই নিউজ সাইট থেকে প্রায় ২০ হাজারের মতো শেয়ার হয় এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

ধর্মপ্রাণ ইসলামিক স্কলার, মুফতি, মুহাদ্দিসদের মতে, ‘পোড়ামন ২ছবির পোস্টার নারীদের বোরখা পরে থাকার দৃশ্যটি ১০০% হারাম। উনারা মন্তব্য করছেন, যেখানে শরীয়ত নারিদের সূরতের পর্দাকে ফরজ করেছে যেখানে চোখের আর কণ্ঠের পর্দা করাও ফরজ, যেখানে ছবি তোলাই হারাম অসংখ্য অগনিত হাদিস শরীফ দ্বারা সেখানে এই ছবিতে ইসলাম ধর্ম ও মুসলিম নারীদের শুধু ছোট করাই নয় বরং তা শরীয়তের পরিপন্থী!

সেইসব ইসলামিক স্কলার, মুফতি, মুহাদ্দিসরা ক্ষোভ প্রকাশ করে বলেনঃ এ আবার কেমন কুরআনে হাফেজ? যে ছবি তোলা ভিডিও করা কে যায়েজ বলে? এ কেমন হাফেজ যে কুরআনে হাফেজ অথচ পর্দার আয়াত সম্পর্কে অবগতই না?

মুফতিরা আরো বলেন, শরিয়ত কারো জন্য কোন অবস্থায় পরিবর্তন হয়না, শরীয়ত প্রধানমন্ত্রী থেকে শুরু করে একেবারে নিরক্ষর মূর্খের জন্য সমান। গনতান্ত্রিক দেশে কেউ শরীয়ত না মানলে, না পালন করলে কোন সমস্যা নাই তাকে জোর করা যাবেনা পালন করতে, কিন্তু কেউ শরীয়ত বিরোধী কোন কাজ করে তা শরীয়ত সম্মত বলে চালিয়ে দিতে পারবেনা, এইটা গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর সংবিধানের পরিপন্থী।

শরীয়ত বলছে, আল কুরআন থেকেঃ

প্রথমতো নারী পুরুষ উভয়ের জন্য পর্দা করা ফরজ শুধুমাত্র ১৪ জন সরাসরি পর্দা ছাড়া দেখা করতে পারবে বাকি কারো জন্য বেগানা পুরুষ নারিকে বেগানা নারী পুরুষকে দেখা নাজায়েজ এমনকি কাদের সম্মুখে নারীরা যেতে পারবে তাও আল্লাহ তায়ালা বলে দিয়েছেন যেমনঃ [وَقُل لِّلْمُؤْمِنَـٰتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَـٰرِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا ۖ وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَىٰ جُيُوبِهِنَّ ۖ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا لِبُعُولَتِهِنَّ أَوْ ءَابَآئِهِنَّ أَوْ ءَابَآءِ بُعُولَتِهِنَّ أَوْ أَبْنَآئِهِنَّ أَوْ أَبْنَآءِ بُعُولَتِهِنَّ أَوْ إِخْوَٰنِهِنَّ أَوْ بَنِىٓ إِخْوَٰنِهِنَّ أَوْ بَنِىٓ أَخَوَٰتِهِنَّ أَوْ نِسَآئِهِنَّ أَوْ مَا مَلَكَتْ أَيْمَـٰنُهُنَّ أَوِ ٱلتَّـٰبِعِينَ غَيْرِ أُو۟لِى ٱلْإِرْبَةِ مِنَ ٱلرِّجَالِ أَوِ ٱلطِّفْلِ ٱلَّذِينَ لَمْ يَظْهَرُوا۟ عَلَىٰ عَوْرَٰتِ ٱلنِّسَآءِ ۖ وَلَا يَضْرِبْنَ بِأَرْجُلِهِنَّ لِيُعْلَمَ مَا يُخْفِينَ مِن زِينَتِهِنَّ ۚ وَتُوبُوٓا۟ إِلَى ٱللَّهِ جَمِيعًا أَيُّهَ ٱلْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ] ঈমানদার নারীদেরকে বলুন, তারা যেনো তাদের দৃষ্টিকে নতো রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাযত করে। তারা যেন যা সাধারণতঃ প্রকাশমান, তা ছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে এবং তারা যেন তাদের মাথার ওড়না বক্ষ দেশে ফেলে রাখে এবং তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভ্রাতা, ভ্রাতুস্পুত্র, ভগ্নিপুত্র, স্ত্রীলোক অধিকারভুক্ত বাঁদী, যৌনকামনামুক্ত পুরুষ, ও বালক, যারা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ, তাদের ব্যতীত কারো কাছে তাদের সৌন্দর্য প্রকাশ না করে, তারা যেন তাদের গোপন সাজ-সজ্জা প্রকাশ করার জন্য জোরে পদচারণা না করে। মুমিনগণ, তোমরা সবাই মহান আল্লাহ পাক উনার সামনে তওবা করো, যাতে তোমরা সফলকাম হও।

উপরোক্ত আয়াত শরীফেঃ স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভ্রাতা, ভ্রাতুস্পুত্র, ভগ্নিপুত্র, স্ত্রীলোক অধিকারভুক্ত বাঁদী, যৌনকামনামুক্ত পুরুষ, ও বালক, যারা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ, তাদের ব্যতীত কারো সম্মুখে পর্দা ছাড়া যাওয়া নিষেদ করা হয়েছে এতএব কেউ এর বিরোধিতা করলে ইহা কুফুরি হবে এবং ইসলাম থেকে সে খারিজ হয়েযাবে।

শুধু তাই নয় মহান আল্লাহ তায়ালা আরো বলেনঃ [وَقَرْنَ فِى بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ ٱلْجَـٰهِلِيَّةِ ٱلْأُولَىٰ ۖ وَأَقِمْنَ ٱلصَّلَوٰةَ وَءَاتِينَ ٱلزَّكَوٰةَ وَأَطِعْنَ ٱللَّهَ وَرَسُولَهُۥٓ ۚ إِنَّمَا يُرِيدُ ٱللَّهُ لِيُذْهِبَ عَنكُمُ ٱلرِّجْسَ أَهْلَ ٱلْبَيْتِ وَيُطَهِّرَكُمْ تَطْهِيرًۭا] তোমরা গৃহাভ্যন্তরে অবস্থান করবে জাহেলিয়াতের যুগের ন্যায় নিজেদেরকে প্রদর্শন করবে না। পবিত্র নামায কায়েম করবে, পবিত্র যাকাত প্রদান করবে এবং মহান আল্লাহ পাক ও উনার রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আনুগত্য করবে।

হাদিস শরীফ, তাফসীর, ফতওয়া থেকেঃ

- সহীহ বুখারী শরীফঃ হাদীস শরীফ ৩২৪, ৪৭৫৭, ১৮৩৮, ৪৮৫০।
- আবু দাউদ শরীফ ২/৪৫৭।
- মুসতাদরাকে হাকীম ২/১০৪।
- তিরমিযী শরীফ।
- আহমাদ শরীফ।
- ইবনে মাজাহ শরীফ।
- তাফসীরে ইবনে কাসীর ৩/৮০৪।
- আহকামুল কুরআন।
- জাসসাস ৩/৩৬৯।
- ফাতহুল বারী ২/৫০৫, ৮/৩৪৭।
- উমদাতুল কারী ৪/৩০৫
- মাআরিফুস সুনান ৬/৯৮
- তাকমিলা ফাতহুল মুলহিম ৪/২৬৮
- মাজমুআতুল ফাতাওয়া ইবনে তাইমিয়া ২২/১০৯, ১১৪।
- আহসানুল ফতোয়া খণ্ড ৫ পৃষ্টা ১৯৯।
- এয়ালাউস সুনান খণ্ড ১৭ পৃষ্টাঃ ৮২১।
- আহকামুল কোরআন খণ্ড ৩ পৃষ্টাঃ ৪২২।
- আহসানুল ফতোয়া ৮/৪০।
- এমদাদুল ফতোয়া ৪/২০০।
- তাফসীরে কুরতবী ১৪/২৪৩।
- তাফসীরে তবারী ১০/৩৩১।
- তাফসীরে তবারী ১০/৩৩২।
- আহকামুল কোরআন ৩/৪১০।
- তাফসীরে ইবনে কাসীর ৩/৮২৪।
- আহকামুল কুরআন, জাসসাস ৩/৩৭২।
- তাফসীরে কুরতুবী ১৪/১৫৬।
- জামেউল বয়ান।
- তাফসীরে রূহুল মাআনী ২২/৮৮।

মুফতিরা বলেন, কুরআন হাদিসের এরকম তরতাজা দলিল থাকার পরেও কথিত হাফেজ কিভাবে ‘পোড়ামন ২মুভি ইসলামের সাথে সাঙ্ঘরসিক নয় এবং তা ইসলাম সম্মত বলে চালিয়ে দিচ্ছেন তা আমাদের বোধগম্য হচ্ছেনা। উনারা আরো মন্তব্য করে বলেন সরকার অবিলম্বে যেনো এই ছবি(‘পোড়ামন ২) বন্ধ করে ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে ‘পোড়ামন ২ নিয়ে সৃষ্টি হওয়া ক্ষোভ কে প্রশমিত করেন। নাহলে হয়তো সরকার বিরোধী তৃতীয় কোন শক্তি এই সেনসেটিভ ইস্যুকে কাজে লাগিয়ে সরকার কে ক্ষমতাচ্যুত করে ফেলবে।

মুভি প্রকাশের পূর্বেই পোষ্টার নিয়ে চলছে কড়া মন্তব্য।

‘পোড়ামন ২ছবির পোষ্টার ও নকল! বলে করা মন্তব্য অনলাইনে ভাইরাল হলে এই মন্তব্যের সোজাসুজি উত্তর দিয়েছেনপোড়ামন ২ছবির প্রযোজক আবদুল আজিজ। শনিবার রাতে জাজ মাল্টিমমিডিয়ার ফ্যান পেইজে এসে আবদুল আজিজ বলেন, এই ছবির পরিচালক রায়হান রাফি কোরআনের হাফেজ। সুতরাং তার চেয়ে বড় ধার্মিক কেউ হতে পারে না। জাজ কর্ণধার বলেন, সে (রায়হান রাফি) ছোট থেকে বড় হওয়া পর্যন্ত মাদ্রাসায় লেখাপড়া করেছে।

কোরআন শরীফের প্রতিটি আয়াত সে বাংলায় বোঝে। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। সুতরাং তাকে দিয়ে আপনারা ইসলাম বিরোধী কিছু আশা করবেন না।

পোস্টারে বোরকা প্রসঙ্গে আবদুল আজিজ বলেন, পোস্টারে যে ধরনের বোরকা ব্যবহার করা হয়েছে বাংলাদেশের মেয়েরা ওভাবেই পরে। সৌদিআরব, ইউরোপের মেয়েরা আবার অন্যভাবে বোরকা পরে। এই পোস্টারে বাঙালি মেয়েদের চার হাজার বছরের পুরনো কালচার তুলে ধরা হয়েছে। আমি নিজেই হজ্জ করেছি, নামাজ পড়ি। তাই এখানে বোরকা দিয়ে ধর্মকে ছোট করা হয়নি। এই পোস্টের রোরকা গল্পের সাথে সম্পৃক্ত, কিন্তু ধর্মের সাথে সম্পৃক্ত নয়। গ্রাম বাংলার কালচারের সাথে জড়িত এই বোরকা। আরপোড়ামন ২ফোক গল্পের ছবি। পুরোটাই রোমান্টিক-ট্রাজেডি গল্পের ছবি।

মেহেরপুর জেলায়পোড়ামন ২ছবির গানের শুটিং লোকেশন থেকে ফেসবুক লাইভে এসে এসব কথা বলছিলেন আব্দুল আজিজ। তখন তার পাশেই ছিলেন পরিচালক রায়হান রাফি, সিয়াম, পূজাসহ অনেকে। এসময়পোড়ামন ২এর পরিচালক রাফি বলেন, আমি এটা নিয়ে এখন কোনো ব্যাখ্যা দিচ্ছি না। ছবিটি মুক্তি পেলে দেখেন, তারপর সব সন্দেহ দূর হবে। ছবির কাহিনীর ঠিক শেষ মূহুর্তে সব উত্তর পাওয়া যাবে। নতুন নির্মাতা হিসেবে সিনেমা বানাতে এসেছি। শুধু আমি নই, আমার মত যারাই নতুন তাদেরকে শুধু একটু সাপোর্ট করবেন। দেখেন আমরা আপনাদের জন্য অবশ্যই ভাল কাজ উপহার দিতে সক্ষম হব।

ওই ফেসবুক লাইভে এসে সিয়াম বলেন, ‘পোড়ামন ২ছবির পুরো টিম কতটা ডেডিকেটেড হয়ে কাজ করেছি সেটা বলে বোঝাতে পারবো না। উদ্দেশ্য, দর্শকদের ভালো লাগার জন্য একটা ভালো ছবি তৈরি করা। প্রযোজক আজিজ ভাই এতো বাজেট ব্যয় করে আমাদের মতো ইয়াংদের হাতে সবটাই ছেড়ে দিয়েছেন। সিয়াম বলেন, আমরা তার বিশ্বাসের মর্যাদা রাখতে আপ্রাণ চেষ্টা করছি। সেরা কাজটা ডেলিভারি দিচ্ছি। এর জন্য দর্শক আপনার থেকে একটু সাপোর্ট চাচ্ছি, অন্যকিছু না। কিন্তু একটা শ্রেণির মানুষ এই কাজটা নকল বলছে।

আপনি কাকে নকল বলছেন? আপনার দেশের মানুষ এত কষ্ট করে একটি কাজ করছে, যে কাজের জন্য ২০০ পরিবার ঠিকমত খেতে পারছে, সেই কাজটাকে আটকে দিতে চাচ্ছেন! তাহলে কাজটা তো সামনে আগাবে না, নতুন ভালো কাজও আসবেনা। প্লিজ আপনারা ইতিবাচক মানসিকতা প্রকাশ করুন, আমাদের সাপোর্ট করুন।

সিয়াম আরো বলেন, আমাদের কাজে ঘাটতি থাকতেই পারে! আপনারা দেখুন আমরা সেই ঘাটতি পূরণের চেষ্টা করছি কিনা। একটা গালির চেয়ে একটা তালি কিন্তু আমাদের অনেক উৎসাহ দিতে পারে। আমাদের সাথেই থাকুন। ইনশাল্লাহ ভালো কাজ উপহার দেব। সবার মন্তব্য শুনবো তবে অবশ্যই ছবিটি আগে দেখুন, তারপর মন্তব্য করুন। ভালো খারাপ সব মন্তব্য মেনে নেব।

সিয়ামের কথা শেষ হতেই প্রযোজক আবদুল আজিজপোড়ামন ২ছবিতে সিয়ামের ত্যাগের প্রশংসা করেন। বলেন, ‘পোড়ামন ২ছবিতে কাজের আগে সিয়াম অনেক স্বাস্থ্যবান ছিলো। এই ছবির জন্য সে ২৫ পাউন্ড ওজন কমিয়েছে। দিনরাত এককরে চরিত্রে মনোযোগী হয়ে কাজ করেছে।

পূর্বেরপোড়ামনছবির সিকুয়ালে নির্মিত হচ্ছেপোড়ামন ২। গত সেপ্টেম্বরেপোড়ামন ২ছবির মহরত অনুষ্ঠিত হয়। এরপর অক্টোবর থেকে টানা শুটিং চলে। বর্তমানে এর গানের শুটিং চলছে মেহেরপুর জেলায়। ছবিটিতে থাকছে পাঁচটি গান। সিয়াম-পূজা ছাড়াও অভিনয় করছেন বাপ্পারাজ, ফজলুর রহমান বাবু, আনোয়ারা। নির্মাতা সূত্রে জানা গেছে, আগামী বাংলা সনের প্রথম মাস  বৈশাখের ১ তারিখে (ইসায়ী এপ্রিল মাস) পোড়ামন ২ সারাদেশে মুক্তি দেয়া হবে।


শেয়ার করুন

0 facebook: