24 January 2018

মিসরের সেনাবাহিনীর সাবেক জেনারেল আটক

আন্তর্জাতিক ডেস্কঃ মিসরে আগামী মার্চে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান সেনাশাসক জেনারেল আবদুল ফাত্তাহ আল সিসির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেয়ার পর দেশটির সাবেক এক সেনাকর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে আর এ কারণেই মিসরে জাতীয় নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই উৎকণ্ঠা বাড়ছে

সামি আনান নামে এই সাবেক জেনারেলের প্রচার দলের এক সদস্য এ খবর জানিয়েছেনযদিও তার সম্ভাবনা খুবই কমযেহেতু আরেক প্রতিদ্বন্দ্বি সাবেক সেনাপ্রধান জেনারেল সামি প্রতিদ্বন্দ্বিতায় আহমেদ শফিকের চেয়ে এগিয়ে আছেনমিসরের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় তার নামই বেশি প্রচারিত হচ্ছেযদিও জেনারেল সামি এখনও নির্বাচনী যুদ্ধে নামার আনুষ্ঠানিক ঘোষণা দেননি

তার বিরুদ্ধে অভিযোগ, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়ে তিনি সেনাবাহিনীর মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করেছেনমিসরের সেনা বিভাগ তাকে গ্রেফতারের ব্যাপারে তাৎক্ষণিক কোনো ব্যাখা দেয়নিদেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নিতবে টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে মিসর সরকারের এক মুখপাত্র বলেছেন, সেনাবাহিনী আনানকে তলব করেছেকেননা তার প্রার্থিতা ঘোষণার উদ্দেশ্য মিসরের সেনাবাহিনী ও জনগণের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করা

বিবৃতিতে অরো বলা হয়, আনান সেনা চাকরিকাল শেষ হয়ে যাওয়া সম্পর্কে সরকারি নথি ভুলভাবে উপস্থাপন করেছেনসাবেক সেনাকর্মকর্তাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য তার চাকরিকাল শেষ হওয়া একটি শর্তউল্লেখ্য, আনান ছিলেন ২০১২ পর্যন্ত চিফ অব স্টাফতখনকার প্রেসিডেন্ট মুহম্মাদ মুরসি তাকে তার নেতা সাবেক প্রতিরক্ষামন্ত্রী মুহম্মাদ হোসেন তানতাবিসহ অবসর দিয়েছিলেন

ব্রাদারহুডের সমর্থন সামি আনান প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতার ঘোষণা দিলে তাকে শর্তসাপেক্ষে সমর্থন দেয়ার কথা জানিয়েছিল মুসলিম ব্রাদারহুডইতিপূর্বে ২০১৪ সালের নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সামি আনান, যদিও তখন জেনারেল সিসিই জিতে যান


শেয়ার করুন

0 facebook: