09 February 2018

জাতিসংঘ বেগম জিয়ার রায়-পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে!


স্বদেশবার্তা ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড হয়েছে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায়। যার কারনে সৃষ্টি হওয়া উদ্ভূত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে জাতিসংঘ

সংস্থাটির মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বাংলাদেশের সব রাজনৈতিক পক্ষকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন ঢাকায় রায় ঘোষণার পর স্থানীয় সময় বৃহস্পতিবার নিউইয়র্কে গুতেরেসের মুখপাত্র ফারহান হক এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান ভারতীয় সংবাদ সংস্থা ইন্দো এশিয়া নিউজ সার্ভিস-আইএএনএসের প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে

প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিফিংয়ে এক সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফারহান বলেন, খালেদা জিয়ার রায়ের পর উদ্ভূত পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করছিসম্পূর্ণ ঘটনাবলি মূল্যায়নের পর আমরা এ বিষয়ে কিছু বলতে পারব বলে আশা করছি তিনি বলেন, নির্বাচনে কী প্রভাব পড়বে, তা নিয়ে আগভাগে কিছু বলা ঠিক হবে নাকিন্তু সব রাজনৈতিক দলের অংশগ্রহণে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানাচ্ছি। ফারহান হক বলেন, আমরা সব পক্ষকে শান্তি বজায় রাখার আহ্বান জানাই


শেয়ার করুন

0 facebook: