09 February 2018

গো মুত্রের পর রামদেব এবার গাঁজার চাষ বৈধ করার পক্ষে!


আন্তর্জাতিক ডেস্কঃ আয়ুর্বেদিক হিসেবে গাঁজাকে সমাজের কাছে তুলে ধরতে চান যোগগুরু রামদেবতার দাবি, গাঁজার এমন কিছু ভেষজ গুণ রয়েছে, যা মানুষের উপকারে আসেএমনকি ওষুধ তৈরিতেও গাঁজার ভেষজ গুণ অপরিসীমতাই গাঁজার চাষ বৈধ করার পক্ষে তিনি

রামদেবের সহযোগী বালকৃষ্ণ জানিয়েছেন, প্রাচীনকালেও ভারতের মুনিঋষিরা গাঁজার পাতা দিয়ে নানা ওষুধ তৈরি করে চিকিৎসা করতেনতারাও চাইছেন গাঁজার চাষ আইনসিদ্ধ করতেতা হলে সেটি দিয়ে একাধিক ওষুধ তৈরি করা যাবে ভারতীয় গলমাধ্যমের খবর, হরিদ্বারের রামদেবের পতঞ্জলি গবেষণাগারে নানা ভেষজ উদ্ভিদ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হয়তারা উদ্ভাবন করেছেন গাঁজার প্রায় ২০০ রকমের উপকারিতা রয়েছে

কিন্তু ভারতে যেহেতু গাঁজার চাষ আইন বিরুদ্ধে সে কারণে এ ওষুধগুলো তৈরি করা যাচ্ছে নাএকাধিক দেশে গাঁজার চাষ আইনত সিদ্ধসেই পথে যাতে ভারত এগোয় তার দাবি জানিয়েছেন রামদেব যুক্তরাষ্ট্র শুধু গাঁজা থেকে বছরে কয়েক হাজার কোটি টাকা লাভ করেএর পুরোটাই ব্যবহৃত হয় ওষুধ তৈরিতেকানাডাতেও ওষুধ তৈরির জন্য গাঁজার চাষ চাষ বৈধভারতে গাঁজার চাষ বৈধ হলে সাধারণ মানুষের উপকারে তা ব্যবহার করা যাবে বলে মনে করেন রামদেব


শেয়ার করুন

0 facebook: