10 February 2018

পদত্যাগ করেছেন ট্রাম্পের আরও এক উপদেষ্টা


আন্তর্জাতিক ডেস্কঃ নির্যাতনের অভিযোগ উঠায় পদত্যাগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরও এক উপদেষ্টাসাবেক স্ত্রীকে নির্যাতনের অভিযোগ ওঠার পর পরই পদত্যাগের ঘোষণা দিয়েছেন উপদেষ্টা ডেভিড সোরেনসনখবর বিবিসি

বক্তৃতা লেখক ডেভিড সোরেনসেন তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেনতার সাবেক স্ত্রী অভিযোগ তুলেছেন যে, তিনি খুবই সহিংস আচরণ এবং মানসিক নির্যাতন করতেন

ডেভিড সোরেনসেনের এই পদত্যাগের ঘোষণা এমন সময় এলো যখন মাত্র গত সপ্তাহ আগেই সাবেক দুই স্ত্রীকে নির্যাতন করার অভিযোগ ওঠায় হোয়াইট হাউসের দায়িত্ব ছাড়েন সেক্রেটারি অব স্টাফ রব পোর্টারতবে এসব অভিযোগ অস্বীকার করেছেন রব পোর্টার

মাত্র এক সপ্তাহের ব্যবধানেই হোয়াইট হাউসের দুই কর্মকর্তা পদত্যাগ করলেনএই ঘটনা হোয়াইট হাউসের চিফ অব স্টাফ জন কেলির ওপর বেশ চাপ পড়ছেকারণ তার ডেপুটি কর্মকর্তাদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তিনি আগে থেকেই জানতেন বলে সমালোচনা হচ্ছে

সেক্রেটারি অব স্টাফ তার সাবেক দুই স্ত্রীকে নির্যাতন করেছিলেন এমন অভিযোগের মধ্যেই মঙ্গলবার জন কেলি ৪০ বছর বয়সী রব পোর্টারের ভূয়সী প্রশংসা করেনঅথচ সে সময়ই পোর্টারের নির্যাতনে চোখ কাল হয়ে যাওয়া তার সাবেক এক স্ত্রীর ছবি গণমাধ্যমগুলোতে প্রকাশ পেয়েছেকিন্তু পোর্টার এসব অভিযোগ অস্বীকার করেছেন


শেয়ার করুন

0 facebook: