![]() |
আন্তর্জাতিক ডেস্কঃ লিবিয়ার
পূর্বাঞ্চলীয় বেনগাজি শহরের একটি মসজিদে বোমা হামলার ঘটনায় কমপক্ষে দু’জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও বেশ কয়েকজন। খবর আল জাজিরা।
শুক্রবার জু'মআর নামাজের সময় সাদ বিন ওবাদাহ মসজিদে দু’টি বিস্ফোরক
ডিভাইস দিয়ে ওই হামলা চালানো হয়। বেনগাজির নিরাপত্তা অধিদপ্তরের মুখপাত্র মুতাজ আল মুত্রি জানিয়েছেন, দু’টি ব্যাগে বোমা নিয়ে ওই হামলা
চালানো হয়েছে।
স্থানীয়
হাসপাতাল কর্তৃপক্ষ রয়টার্সকে জানিয়েছে, মসজিদে হামলার
ঘটনায় কমপক্ষে দু’জন নিহত হয়েছে এবং আরও ৫৫ জন
আহত হয়েছে। তবে স্থানীয় গণমাধ্যমের খবরে
বলা হয়েছে, হামলায় ১২৯ জন আহত হয়েছে। এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
ধর্ম ও জীবন
0 facebook: