10 February 2018

হিন্দু পুরোহিত রামরহিম ডেরায় ৪০০ সাধুর পুরুষত্ব কেড়ে নেন!


আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের কুখ্যাত ধর্মগুরু রামরহিম সিং ও দুই চিকিৎসকের বিরুদ্ধে ৪০০ সাধুকে জোর করে নপুংসক বানানোর অভিযোগপত্র দাখিল করেছে সিবিআইধর্ষণে দোষী সাব্যস্ত ডেরার সচ্চা সওদা প্রধান রামরহিম ইতিমধ্যেই ২০ বছরের কারাদণ্ডে দণ্ডিতএর ওপর বৃহস্পতিবার তাকে ও দুই চিকিৎসক পঙ্কজ গর্গ এবং এম পি সিংয়ের বিরুদ্ধে পঞ্চকুলার বিশেষ আদালতে এ অভিযাগপত্র দেয়া হয়েছেখবর কলকাতা২৪এর

খবরে বলা হয়েছে, সিরসা ডেরার সাধু রামরহিম তার শিষ্যদের জোর করে নপুংসক বানানো হতোএর আগে রামরহিমের ডান হাত ডাক্তার মহিন্দর ইনসানকে পুলিশ গ্রেফতার করে৷ তার সাহায্যেই ডেরার শিষ্যদের অপারেশন করে তাদের পুরুষত্বহীন করা হতো

এর আগে রামরহিমের প্রাক্তন গাড়িচালক খট্টা সিং এ বিষয়টি প্রকাশ্যে এনেছিলেনমহিলাদের যৌন শোষণ থেকে পুরুষদের পুরুষত্বহীন করার গোপন কাজ ফাঁস করেছিলেন খট্টা সিং৷ ডেরা সচ্চা সওদার সাধু হংসরাজ চৌহান ২০১২ সালের ১৭ জুলাই হাইকোর্টে পিটিশন ফাইল করে সাধুদের ওপর হওয়া এই অত্যাচারের অভিযোগ তোলেন তিনি জানান, ডেরা প্রধানের ইশারাতেই ডেরা হাসপাতালের চিকিৎসকদের একটি দল সাধুদের এই অপারেশন করছে১৬৬ জন সাধুর নামও বলেন তিনিহংসরাজ জানিয়েছিলেন, রামরহিমের আশ্রমে প্রার্থনার পর নেশার ক্যাপসুল দেওয়া হতোএরপর সেই ব্যক্তির সঙ্গে কী হতো, তা সেই ব্যক্তিও টের পেত নাআর এবার ৪০০ সাধুকে জোর করে পুরুষত্বহীন করার অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্ত করছে বলে জানা গিয়েছে


শেয়ার করুন

0 facebook: