10 February 2018

শিশুটির ধর্ষক! তদন্তের দায়িত্ব পাওয়া সেই পুলিশ অফিসারই


স্বদেশবার্তা ডেস্কঃ গত ১০ জানুয়ারি জেলার রাসনা গ্রামে ঘোড়ার চরানোর সময় ওই ছোট্ট শিশুটিকে অপহরণ করা হয়এরপর গত ১৭ জানুয়ারি শিশুটির বিকৃত লাশ উদ্ধার করে পুলিশময়নাতদন্তের প্রতিবেদনে বলা হয়, শিশুটিকে একাধিকবার ধর্ষণের পর হত্যা করা হয়েছে

কিন্তু অবশেষে এখন জানা গেলহেরা নগর থানায় কর্মরত স্পেশাল পুলিশ কর্মকর্তা (এসপিও) দীপকের হাতেই ওই শিশুটি ধর্ষণের শিকার হয়েছে। পুলিশের অপরাধ শাখার বিশেষ তদন্ত দল শনিবার তাকে গ্রেফতার করেছে।-খবর এনডিটিভি

শিশুটিকে এক সপ্তাহ ধরে আটকে রেখে পুলিশ কর্মকর্তা দীপক ও নাবালক একটি ছেলে মিলে ধর্ষণের পর হত্যা করে বলে পুলিশ জানিয়েছে

এ বিষয়ে জম্মু ও কাশ্মীর পুলিশের ক্রাইম ব্রাঞ্চের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) অলক পুরি বলেন, ‘আমরা এ ঘটনার সঙ্গে পুলিশ কর্মকর্তা দীপক খাজুরিয়ার জড়িত থাকার প্রমাণ পেয়েছি

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর অপরাধী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেনযাযাবর সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্য নিয়েই এই ঘটনা ঘটানো হয়েছে বলে জানা গেছে


শেয়ার করুন

0 facebook: