আন্তর্জাতিক
ডেস্কঃ সিরিয়ার ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের একটি এফ-১৬ সন্ত্রসী বিমান হারানোর পর ক্ষুব্ধ ইসরাইল সিরিয়া সীমান্তে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা মোতায়েন
করেছে বলে খবর পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীর
বরাত দিয়ে ইসরাইলের জেরুজালেম পোস্ট রোববার খবর দিয়েছে যে, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাটারি নিয়ে কয়েকটি ট্রাক উত্তর
সীমান্তের বাকা আল-গারবিয়া শহরের দিকে গেছে।
কোনো কোনো
গণমাধ্যম ব্যাটারি বহনকারী ট্রাকের ছবি প্রকাশ করেছে যাতে দেখা যাচ্ছে যে, উত্তর ইসরাইলের মহাসড়ক ধরে ক্ষেপণাস্ত্রবাহী ট্রাক যাচ্ছে। বিষয়টি নিয়ে ইসরাইলের সামরিক
বাহিনী কোনো মন্তব্য করতে চায়নি বলে জেরুজালেম পোস্ট জানিয়েছে। এর আগে, শনিবার সকালের দিকে ইসরাইলের আটটি বিমান সিরিয়ার অভ্যন্তরে হামলা চালায়। কিন্তু সিরিয়ার সামরিক বাহিনী
তার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ইসরাইলের অন্তত একটি এফ-১৬ বিমান ভূপাতিত করে। গত ৩৫ বছরের মধ্যে এই প্রথম
সিরিয়া ইসরাইলের কোনো বিমান ভূপাতিত করল। ১৯৮২ সালে লেবাননে গৃহযুদ্ধের সময় ইসরাইল সর্বশেষ তাদের
কোনো যুদ্ধবিমান হারিয়েছে।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: