13 February 2018

যুক্তরাষ্ট্র এবার চীন সীমান্তে সেনা মোতায়েন করবে


আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন দৈনিক ওয়ালস্ট্রিট জার্নালের খবরে বলা হয়েছে যে পূর্ব এশিয়ায় কয়েক হাজার সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। চীনের বিরুদ্ধে একটি ফ্রন্ট খুলতে ওয়াশিংটন এ সিদ্ধান্ত নিয়েছে। 

পরিকল্পনায় বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন শিগগিরই দেশটির মেরিন এক্সপেডিশনারি ইউনিট বা এমইইউকে পূর্ব এশিয়ায় মোতায়েন করার নির্দেশ দেবে।-খবর পারস টুডে এতে ২ হাজার ২০০ মেরিন সেনাকে তাদের নিজস্ব বিমান, ট্যাংক ও অন্যান্য ভারী অস্ত্রশস্ত্রসহ চীনের সীমান্তে মোতায়েন করা হবেসাত মাস পর পর এসব সেনা পরিবর্তন করা হবেতাদের কিছু অংশকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ও আফগানিস্তানে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো থেকে সংগ্রহ করা হবে

এ ছাড়া পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে এর আগে থেকে আমেরিকার প্রায় এক লাখ সেনা মোতায়েন রয়েছেএর মধ্যে জাপানে রয়েছে অর্ধ লাখ, দক্ষিণ কোরিয়ায় প্রায় ৩০ হাজার এবং আমেরিকার প্রশান্ত মহাসাগরীয় গুয়াম দ্বীপের ঘাঁটিতে রয়েছে আরও সাত হাজার মার্কিন সেনা

ওয়ালস্ট্রিট জার্নালের রিপোর্টে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন এরই মধ্যে পূর্ব এশিয়ায় চীন ও রাশিয়ার ক্রমবর্ধমান প্রভাব ঠেকানোর যে কৌশল গ্রহণ করেছে, তারই অংশ হিসেবে এসব মেরিন সেনা মোতায়েন করা হবে চীনকে প্রতিহত করতে মার্কিন সরকার এর আগেই ভারতের সঙ্গে বাণিজ্যিক ও সামরিক সহযোগিতা শক্তিশালী করেছেআমেরিকা ও জাপানের সঙ্গে ভারত এরই মধ্যে নৌ মহড়া শুরু করেছে, যাতে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়াও যোগ দেবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন

ভারতের সঙ্গে স্থলসীমান্ত নিয়ে চীনের মতবিরোধ রয়েছেএ ছাড়া পূর্ব চীন সাগরের একাধিক দ্বীপপুঞ্জের মালিকানা নিয়েও বেইজিংয়ের সঙ্গে পূর্ব এশিয়ার কিছু দেশের মতপার্থক্য রয়েছে মার্কিন সরকার পূর্ব এশিয়ায় নিজের প্রভাব বাড়ানোর জন্য এসব মতবিরোধকে মোক্ষম সুযোগ হিসেবে কাজে লাগানোর চেষ্টা করছে


শেয়ার করুন

0 facebook: