![]() |
কেন্দ্রীয়
কর্মসূচির অংশ হিসেবে কুলাউড়ায় গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে কুলাউড়া পৌরসভার সামনে
বিএনপির অবস্থান কর্মসূচি শুরু করে। আহত পুলিশ সদস্যরা হচ্ছেন-কুলাউড়া
থানার এসআই জহিরুল ইসলাম, এসআই সনাক কান্তি দাস, কনস্টেবল সাইফুল ইসলাম, সুব্রত তালুকদার ও ইমাম উদ্দিন।
প্রত্যক্ষদর্শীরা
জানায়, এসময় পুলিশ বাঁধা দিলে বাকবিতণ্ডায় জড়ায় বিএনপি
নেতাকর্মীরা। একপর্যায়ে শুরু হয় ধাওয়া
পাল্টা-ধাওয়া। পুলিশকে উদ্দেশ্য করে ইট-পাটকেল
নিক্ষেপ করে বিএনপির নেতাকর্মীরা। এতে আহত হয় পাঁচ পুলিশ সদস্য। কুলাউড়া থানার ওসি মো. শামীম
মূসা জানান, বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল
নিক্ষেপ করলে দুই কর্মকর্তাসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।
খবর বিভাগঃ
জেলা সংবাদ
রাজনীতি
0 facebook: