![]() |
স্বদেশবার্তা ডেস্কঃ বিএনপির
কেন্দ্রীয় নেতা সাবেক সংসদ সদস্য (এমপি) হাসান উদ্দিন সরকারসহ সাত আসামির দুই
দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে গাজীপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. শহীদুল ইসলাম রিমান্ডের
এ আদেশ দেন।
বিশেষ ক্ষমতা
আইন ও বিস্ফোরকদ্রব্য আইনের একটি মামলায় হাসান উদ্দিন সরকারসহ সাত আসামি জেলহাজতে
ছিলেন। ওই মামলায় আজ মঙ্গলবার দুপুরে
গাজীপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়। এ সময় সাত আসামির উপস্থিতিতে তাদের ১০ দিনের রিমান্ড
ও জামিনের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. শহীদুল ইসলাম সব আসামির জামিন নামঞ্জুর
করেন এবং প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অপর
আসামিরা হলেন বোর্ডবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আবদুর রহিম আল মাদানী (৩২),
মো. আশাদুল্লাহ (৪৫), মোক্তার হোসাইন (২৭), আজিজুল হক (৪২), মো. হাসান উদ্দিন (৪৪) ও মো. সাত্তার মিয়া (৩৯)। গত ৬ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় হাসান উদ্দিন সরকার
টঙ্গীর আহসান উল্লাহ সরকার ইসলামিক কমপ্লেক্স থেকে বের হন। এ সময় টঙ্গী থানার পুলিশ হাসান উদ্দিন সরকারসহ
চারজনকে আটক করে। অন্য তিনজনকে পৃথক স্থান থেকে আটক করা হয়।
পরে টঙ্গী
থানার এসআই মো. আবু বকর সিদ্দিক বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরকদ্রব্য আইনে
তাদের বিরুদ্ধে মামলা করেন। হাসান উদ্দিন সরকারের পক্ষে
শুনানি করেন গাজীপুর বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ প্রিন্স ও
বারের সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী শহীদুজ্জামান।
0 facebook: