17 February 2018

সিরিয়া-ইসরায়েল বিষয়ে জার্মানির বক্তব্য নাকচ করে দিলো ইরান!


আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বৃহস্পতিবার বার্লিনের বক্তব্য ভিত্তিহীন এবং এজন্য ইসরাইলকেই দায় নিতে হবে বলে মন্তব্য করেছেন। তিনি সুস্পষ্ট করে বলেনগোলযোগ ও যুদ্ধের ওপরই ইসরাইলের অস্তিত্ব নির্ভর করে। সিরিয়া ও ইসরাইলের মধ্যে সম্প্রতি যে উত্তেজনা দেখা দিয়েছে তাতে ইরানের ভূমিকা রয়েছে বলে জার্মানির দেয়া বক্তব্য নাকচ করে তেহরান থেকে এই বক্তব্য প্রদান করা হয় 

কাসেমি বলেন, ইরান হচ্ছে একটি স্থিতিশীল ও স্থিতিশীলতা সৃষ্টিকারী দেশ এবং সঙ্কটাপন্ন অঞ্চলে নতুন করে উত্তেজনা ও সংঘাত সৃষ্টির কোনো প্রয়োজন আছে বলে তেহরান মনে করে না ইসরাইলের একটি এফ-১৬ জঙ্গিবিমান ভূপাতিত করার পর জার্মান সরকারের মুখপাত্র স্টিফেন সেইবার্ত সিরিয়ায় ইরানের সামরিক তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেনইরানের ভূমিকায় ওই অঞ্চল বিপজ্জনক পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেনজার্মান মুখপাত্র ইরানকে সিরিয়ায় তার ভূমিকা বন্ধের আহ্বান জানান

এসব বক্তব্যের জবাবে বাহরাম কাসেমি বলেছেন, দামেস্কের বৈধ সরকারের অনুরোধে ইরান সিরিয়ায় সামরিক উপদেষ্টার কাজ করছেএছাড়া, যেকোনো আগ্রাসনের মুখে নিজের সার্বভেমৌত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার অধিকার সিরিয়ার আছেএর বিপরীতে ইসরাইল গোটা মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতা সৃষ্টি করেছে


শেয়ার করুন

0 facebook: