17 February 2018

এফবিআই আমেরিকায় স্কুলে হামলার তথ্য থাকার কথা স্বীকার করেছে


আন্তর্জাতিক ডেস্কঃ গত মাসে ১৯ বছর বয়সী হামলাকারী জংগী ঘনিষ্ঠ এক ব্যক্তি এফবিআইকে সম্ভাব্য হামলা সম্পর্কে জানিয়েছিলেনকিন্তু বিষয়টি সঠিকভাবে তদন্ত করতে ব্যর্থ  হয়েছে সংস্থাটি। বিষয়টিকে আমলে নিয়ে অভিযোগ হিসেবে অন্তর্ভূক্ত করেনি তারাযুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি স্কুলে গুলি চালিয়ে ১৭জনকে হত্যাকারী খ্রীষ্টান জংগী নিকোলাস ক্রুজ সম্পর্কে আগেই সতর্কতা পাওয়ার বিষয়টি অকপটে স্বীকার করেছে দেশটির গোয়েন্দা সংস্থা এফবিআই। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে অভিযোগ স্বীকার করেছে এফবিআই। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে

বুধবার (১৪ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পার্কল্যান্ডে মারজোরি স্টোনম্যান ডগলাস হাই স্কুলে ঢুকে পড়া বন্দুকধারী খ্রীষ্টান জংগীর হামলায় অন্তত ১৭ জন নিহত হয়এক ঘণ্টারও বেশি সময় ধরে গোলাগুলির পর হামলাকারী হিসেবে আটক করা হয় ওই স্কুলের সাবেক ছাত্র নিকোলাস ক্রুজকেশৃঙ্খলাভঙ্গের দায়ে স্টোনম্যান ডগলাস হাই স্কুল থেকে ১৯ বছরের ওই তরুণকে এক সময় বহিষ্কার করা হয়েছিলগ্রেফতারের পর হামলার কথা স্বীকারও করেছে সে। 

গত ৫ জানুয়ারি হামলাকারী নিকোলাস ক্রুজের ঘনিষ্ঠ এক ব্যক্তি এফবিআইয়ের হটলাইনে ফোন করে কিছু তথ্য জানানএসব তথ্যের মধ্যে নিকোলাসের কাছে বন্দুক থাকা, মানুষ হত্যার আকাঙ্ক্ষা, অদ্ভুত আচরণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরক্তকর পোস্ট দেওয়ার বিষয়গুলো ছিলসে সময় নিকোলাস যেকোনও সময় স্কুলে হামলা চালাতে পারে বলেও সতর্ক করেছিলেন ওই ব্যক্তি। 

এফবিআইর সাধারণ নিয়ম অনুযায়ী ফোন কলের এই তথ্যগুলো সম্ভাব্য হুমকি হিসেবে চিহ্নিত করে মিয়ামি ফিল্ড অফিসে পাঠানোর কথা ছিলসংস্থাটি তার বিবৃতি জানিয়েছে, এই ঘটনায় এই প্রতিষ্ঠিত নিয়মের লঙ্ঘন করা হয়েছে

এফবিআইর পরিচালক ক্রিস্টোফার রে বলেন, ‘আমরা এখনও বিষয়টি খতিয়ে দেখছিআসলে কী ঘটেছে তার শেষ পর্যন্ত দেখার জন্য আমি বদ্ধপরিকরএছাড়া জনগণের কাছ থেকে পাওয়া তথ্যের ব্যাপারে পদক্ষেপ নেওয়ার বিষয়টিও পর্যালোচনা করা হবেতিনি আরও বলেন, ‘আমরা ভুক্তভোগী ও তাদের পরিবারের সঙ্গে কথা বলেছিএই হৃদয়বিদারক ঘটনায় তাদের ওপর বাড়তি কষ্ট দেওয়ার জন্য আমরা গভীর দুঃখপ্রকাশ করেছি

তারও আগে গত বছরের সেপ্টেম্বরে মিসিসিপি থেকে বেননাইট নামে এক ব্যক্তি আইনশৃঙ্খলা বাহিনীকে একটি ইউটিউব ভিডিওর ব্যাপারে অভিযোগ করেনভিডিওতে নিকোলাস ক্রুজ নামে একজন বলছে, একদিন আমি পেশাদার স্কুল শুটার হবোওই ব্যক্তি বিষয়টি নিয়ে এফবিআই প্রতিনিধিদের সঙ্গে ২০ মিনিট কথা বলেনবেনাইট জানিয়েছেন, পার্কল্যান্ডে হামলার পর  তার সঙ্গে আবারও যোগাযোগ করেছে এফবিআই

বৃহস্পতিবার এফবিআই আগের এই অভিযোগের বিষয়টিও নিশ্চিত করেছে এফবিআইসংস্থাটি অভিযোগ আমলে নেওয়ার পরও অভিযুক্তকে শনাক্ত করতে পারেনি বলে দাবি করেছে। 

এদিকে অভিযোগ পাওয়ার পরও কার্যকর উদ্যোগ নিতে না পারায় এফবিআইর বিরুদ্ধে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেনফ্লোরিডার গভর্নর রিক স্কট এক বিবৃতিতে বলেন, ‘হত্যাকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা অগ্রহণযোগ্যতাই এফবিআইর পরিচালককে অবশ্যই পদত্যাগ করতে হবেতিনি আরও বলেন, ‘এটা কীভাবে হতে পারে তা নিয়ে নিহতদের পরিবারের কাছে  সারাজীবন প্রশ্ন হয়ে থাকবেএই ঘটনায় ক্ষমা করা হলে তাদের প্রশ্নের কোনও জবাব দেওয়া সম্ভব হবে না

হামলার শিকার স্কুল ভবনটিকে নিহতের স্মৃতির জন্য সংরক্ষণ করা হবে বলে জানিয়েছে ফ্লোরিডার আইনপ্রণেতাদের একটি দল


শেয়ার করুন

0 facebook: