17 February 2018

মধ্যযুগীয় কায়দায় কিশোরগঞ্জে গৃহ পরিচিারিকার উপর নির্যাতন!


স্বদেশবার্তা ডেস্কঃ গৃহকর্ত্রী কতৃক গৃহ পরিচিারিকার উপর নির্মম নির্যাতনের ঘটনা ঘটেছে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায়। নির্যাতিতা শিশু গৃহ পরিচিারিকা মনি ওই উপজেলার হাত্রাপাড়া গ্রামের মোঃ আবদুল আজিজের কন্যা। গৃহকর্তীর ঢেলে দেওয়া গরম পানিতে শিশুটির ডান চোখ, বুক, দুটি হাতসহ বিভিন্ন অংশ ঝলসে গেছে

এমন ভয়াবহ নির্যাতনের পরও দগ্ধ শিশুটির চিকিৎসা করতে দেওয়া হয়নি, উল্টো ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে!

শিশুটির অবস্থার অবনতি হওয়ায় সম্প্রতি তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছেচিকিৎসকেরা জানিয়েছেন মনি আক্তারের অবস্থা আশংকাজনক মনি আক্তারের বাবা আবদুল আজিজ জানান, তিনি একজন রিক্সাচালকঅভাবের তাড়নায় তিনি স্ত্রী শিউলি বেগম ও শিশু কন্যা মনিকে নিয়ে নরসিংদির দাসপাড়া এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকেন

ঘটনার মাসখানেক আগে নরসিংদীর পশ্চিম ব্রাম্মনদী এলাকার ব্যাংক কর্মকর্তা হাসান সারোয়ার সোহেল তার বাসায় কাজের জন্য মনিকে নিয়ে যান ঠিকমত কাজ করতে না পারলে গৃহকর্ত্রী মাহমুদা ইয়াসমিন নাজমা শিশুটিকে নির্যাতন করতেননির্যাতনের বিষয়টি জানতে পেরে মনির বাবা মা মনিকে আনতে গেলে, গৃহকর্ত্রী মনির বাবা মা কে আর এমন হবে না বলে আশ্বস্থ করেন

এ রকম পরিস্থিতিতে গত ১৭ই জানুয়ারী সকালে তুচ্ছ একটি বিষয় নিয়ে গৃহকর্ত্রী নাজমা মনির সাথে খারাপ আচরণ করে এক পর্যায়ে মনির গায়ে গরম পানি ঢেলে দেয়এতে শিশুটির ডান চোখ, বুক, দুটি হাতসহ বিভিন্ন অংশ ঝলসে গেছেশিশুটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে গিয়ে মনিকে উদ্ধার করে নরসিংদী জেনারেল হাসপাতালে ভর্তি করানপ্রাথমিক চিকিৎসা শেষে মনিকে তার বাবা মা বাড়িতে নিয়ে যান পরবর্তীতে মনির অবস্থার অবনতি হলে আবারও তাকে নরসিংদী জেনারেল হাসপাতালে নিয়ে যায় তার বাবা মাসেখানকার চিকিৎসকেরা মনির অবস্থা বেগতিক দেখে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন

বর্তমানে শিশু মনি আক্তার ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন


শেয়ার করুন

0 facebook: