![]() |
মানববন্ধনে বক্তারা বলেন, ‘কোটার
বিরোধিতা তারাই করে যারা রাজাকার ও আলবদরপন্থী। তারা
খালেদা জিয়ার অনুসারী। স্বাধীনতার ৪৭ বছর পরও ৩০ শতাংশ
কোটার দাবিতে রাস্তায় নামতে হয়। আমরা আশা করি মাননীয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিকে নজর দেবেন।’
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান
কমান্ড এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. সেলিম রেজা বলেন, ‘চাকরি
ক্ষেত্রে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে হবে।’
এসময় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান
কমান্ডের নেতারা তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন। তারা
বলেন, ‘একটি চক্র
অনেক চেষ্টা করেছে আমাদের কর্মসূচিতে বাধা দেওয়ার। আমাদের
আজ সকালে শাহাবাগে কর্মসূচি পালন করার কথা থাকলেও তাদের বাধায় আমরা সেখানে
কর্মসূচি করতে পারিনি। পরে আমরা এখানে (প্রেসক্লাবের
সামনে) কর্মসূচি পালন করছি।’
এসময় অন্যদের মধ্যে
স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক মির্জা মোরশেদুল আলম, কেন্দ্রীয়
গণজাগরণ মঞ্চের সংগঠক হাবিবুল্লাহ মেজবাহ্, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয়
কমিটির সভাপতি মেহদী হাসানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
খবর বিভাগঃ
জাতীয়
0 facebook: