22 February 2018

তিস্তা ইস্যু সমাধান করুন, সরকারকে ওবায়দুল কাদের!

স্বদেশবাার্তা ডেস্কঃ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে চাপ দেয়ার জন্য ভারত সরকারের প্রতি আহবান জানিয়েছেনতিস্তার পানি বন্টন চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার আমলেই তিস্তা সমস্যার সমাধান হবেআমি স্মরণ করিয়ে দিতে চাই আমাদের সরকারের সময় শেষের দিকে চলে এসেছেআর হয়তো ৯/১০ মাস সময় আছেআমাদের জনগণের কাছে যেতে হবেতাই তিস্তা ইস্যু সমাধান করুন

গতকাল বিকালে হোটেল রেডিসন ব্লুতে তিনদিন ব্যাপী বাংলাদেশ-ভারত মিডিয়া ডায়লগ-২০১৮ এর সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ওবায়দুল কাদেরইউজিসির চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, ভারতীয় হাই কমিশনের ডেপুটি হাই কমিশনার ড. আদ্রেশ সৈকত প্রমুখ

ওবায়দুল কাদের বলেন, মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গাদের নিয়ে আমরা বেশ ক্রাইসিসে আছিভারত আমাদের ক্রাইসিস মুহুর্তে (মুক্তিযুদ্ধে) সহযোগিতা করেছিল, আশা করি এবারের ক্রাইসিস মুহুর্তেও সহযোগিতা করবে ভারত থেকে আসা গণমাধ্যম প্রতিনিধি ও দেশটির সরকারের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, আমরা জানি মিয়ানমারের সঙ্গে আপনাদের দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছেআপনারা আমাদের দীর্ঘ দিনের বন্ধুআপনাদের সম্পর্ক অব্যাহত রেখে মিয়ানমারকে চাপ দিনতিনি বলেন, আমাদের অপ্রত্যাশিত এ বোঝা সইবার নাআপনারা মুক্তিযুদ্ধের সময় সহযোগিতা করেছিলেন, এই ক্রাইসিস মুহুর্তেও আপনাদের সহযোগিতা চাইভারতের গণমাধ্যম প্রতিনিধিদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আপনারা পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যনার্জিকে বলুন, তিনি যেন দিল্লী সরকারকে তিস্তা ইস্যুর সমাধানে সহযোগিতা করেন

বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষার মর্যাদা দেয়ার দাবি বিশ্বের প্রায় ৩০ কোটি মানুষের ভাষা বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষার মর্যাদা দেয়ার দাবি জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরএকুশ এবং একাত্তর একই চেতনার ওপর প্রতিষ্ঠিত মন্তব্য করে তিনি বলেন, ২১ এবং ৭১ এর চেতনায় আমরা অসাপ্রদায়িক চেতনায় বাংলাদেশকে গড়ে তুলবো

গতকাল বুধবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে দলের নেতাকর্মীদের সঙ্গে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে তিনি একথা বলেনআওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় ওবায়দুল কাদেরের পাশে ছিলেন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জাতিসংঘের কাছে আজকে আমাদের একটাই দাবি বিশ্বের প্রায় ৩০ কোটি ভাষাভাষী বাঙালি জাতির ভাষা বাংলাভাষাকে জাতিসংঘ দাপ্তরিক মর্যাদা প্রদান করবে, এটাই আমাদের প্রত্যাশা, বাঙালি জাতির পক্ষ থেকেতিনি বলেন, বাংলা ভাষা আজকে সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছেবাংলা ভাষা বিশ্বস্বীকৃত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং একুশে ফেব্রুয়ারীর মর্যাদা প্রাপ্তির মধ্য দিয়ে শহীদদের আত্মবলিদান সার্থক হয়েছে

ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেয় আওয়ামী লীগএর আগে ভোর সাড়ে ৬টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় ও বঙ্গবন্ধু ভবনসহ সারা দেশে সংগঠনের সব শাখা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হয় দিবসটি উপলক্ষে ২৪ ফেব্রুয়ারীর শনিবার বিকাল ৩টায় ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটশন মিলতনায়নে আলোচনা সভায় উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা


শেয়ার করুন

0 facebook: