22 February 2018

সরকার উন্নয়নের কথা বলে পাকিস্তানি কায়দায় ভোটের অধিকার কেড়ে নিয়েছেঃ ফয়জুল করীম


স্বদেশবার্তা ডেস্কঃ পাকিস্তানীরা যেমন উন্নয়নের কথা বলে বাঙালীর ভোটের অধিকার কেড়ে নিয়েছিল একিই কাজ করে যাচ্ছে আওয়ামীলীগ সরকার বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর মুফতি ফয়জুল করীম। তিনি বলেন পাকিস্তানিরাও উন্নয়ন কম করেনিমিল, ফ্যাক্টরী, রেলষ্টেশন ইত্যাদি কম করেনিকিন্তু বাঙালীদের ভোটের অধিকার কেড়ে নেয়ায় শেখ মুজিবুর রহমান আন্দোলন করে পাকিস্তানীদেরকে এদেশ থেকে তাড়িয়েছিলেনএখন আপনারা পাকিস্তানীদের কায়দায় উন্নয়নের কথা বলে আওয়ামীলীগ আবার বাঙালীদের ভোটের অধিকার কেড়ে নিয়েছেভোটের দাবীতে আন্দোলনকারীদের মিছিলে গুলি চালাচ্ছে আওয়ামীলীগ সরকাররাজনীতিকরা জেল-জুলুম, গুম-হত্যার শিকার হচ্ছেকিন্তু আওয়ামীলীগতো এ ধরনের দল ছিল না, ভোটের অধিকার আদায়কারী ও ভোট রক্ষা করার দল ছিল আওয়ামীলীগআওয়ামীলীগের অত্যাচার, জুলম, নির্যাতনের বাষ্প দিন দিন ঘনীভূত হচ্ছেযে কোন সময় বিস্ফোরণ ঘটলে সেই বিস্ফোরণ আর ঠেকানো যাবে না

তিনি গতকাল বুধবার নরসিংদী জেলখানার মোড়ে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, নরসিংদী জেলা শাখার দি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেনসম্মেলনে সভাপতিত্ব করেন, ছাত্র আন্দোলনের সভাপতি এইচ এম জয়নুল আবেদীন ভূঁইয়াবক্তৃতা করেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম তালুকদার, ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি শেখ মোহাম্মদ সাইফুল ইসলাম, মজলিসে শুরার সদস্য এম এম শোয়াইব, ইসলামী আন্দোলন নরসিংদীর সভাপতি মাও. আব্দুল বারী, সেক্রেটারী মুহাম্মদ. আশরাফ উদ্দিন ভূঁঁইয়া, যুগ্ম-সম্পাদক মুফতি কাউছার আহমেদ, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাও. আরিফ বিন মেহের উদ্দিন, সহ-সাংগাঠনিক সম্পাদক মুহম্মদ রাকিবুল হাসান, সদস্য সচিব মাও. আরিফুল ইসলাম মোল্লা, ইসলামী শ্রমিক আন্দেলনের সভাপতি মুহম্মদ আব্দুল ওয়াহেদ, ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাও. আলমগীর হোসেন ভূঁইয়া প্রমুখ

মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম বলেন, ২ কোটি টাকার মামলায় বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়েছেএর চেয়ে বেশী টাকা আত্মসাৎকারী এবং প্রকাশ্যে ঘুষের পক্ষে বক্তব্য দানকারী দূনীর্তিবাজদেরকে বিরুদ্ধে কোন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে নাতিনি শেখ হাসিনাকে ইঙ্গিত করে বলেন, আপনি যখন দেশের প্রধানমন্ত্রী তখন শুধু আওয়ামীলীগের প্রধানমন্ত্রী নন, আপনি সকলের প্রধানমন্ত্রীদেশ মুসলমানদের, অধিকার সকল ধর্মের মানুষেরকিন্তু আপনার দলের লোকেরা অন্যায় করলে তাদের কোন সাজা হয় নাঅথচ বিরোধী দলের নেতাকর্মীদের উপরে সীমাহীন নির্যাতন চালানো হচ্ছে


শেয়ার করুন

0 facebook: