23 February 2018

যুদ্ধের জন্য সৌদিতে পাকিস্তানি সেনা পাঠানো হচ্ছেনা


আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহীদ খাকান আব্বাসি বলেছেন, সৌদি আরবে যেসব সেনা পাঠানো হচ্ছে তা নিতান্তই প্রশিক্ষণের জন্য; যুদ্ধ করার জন্য নয়সৌদি আরবে সেনা পাঠানো নিয়ে যখন পাকিস্তানে সমালোচনার ঝড় উঠেছে তখন তিনি তথ্য দিলেন টেলিভিশন চ্যানেল এক্সপ্রেস নিউজকে দেয়া সাক্ষাৎকারে পাক প্রধানমন্ত্রী এ কথা বলেনতিনি জোর দিয়ে বলেছেন, "সৌদি আরবে কোনো সেনা মোতায়েন করা হচ্ছে নাসৌদি আরবে পাঠানো কোনো সেনা কারো বিরুদ্ধে হামলায়ও অংশ নেবে না।"

গত সপ্তাহে পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর বা আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছিল, সৌদি আরবে নতুন করে প্রায় এক ডিভিশন সেনা পাঠানো হবে এবং এসব সেনা প্রশিক্ষণ ও উপদেষ্টামূলক কাজে অংশ নেবেতবে পাকিস্তানের জনগণের ভেতরে এই ধারণা ছড়িয়ে পড়েছে যে, সৌদি আরবে সেনা পাঠানোর মাধ্যমে ইয়েমেন যুদ্ধে জড়িয়ে যাচ্ছে পাকিস্তান


পাক প্রধানমন্ত্রী সাক্ষাৎকারে বলেছেন, "গত ৪০ বছর ধরে পাকিস্তান প্রশিক্ষণের জন্য সৌদি আরবে সেনা পাঠাচ্ছে এবং সাম্প্রতিক সিদ্ধান্ত তারই অংশ; এটা নতুন কিছু নয়।" ইয়েমেনে যুদ্ধে পাক সেনারা অংশ নেবে বলে যে ধারণা ছড়িয়ে পড়েছে তিনি তা সুস্পষ্টভাবে প্রত্যাখ্যান করেনআব্বাসি জানান, জাতীয় সংসদ চাইলে এ বিষয়ে বিস্তারিত সব তথ্য জানানো হবে


শেয়ার করুন

0 facebook: