24 February 2018

রাশিয়া যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করেছে গৌতা নিয়ে


আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, সিরিয়ার পূর্ব গৌতায় উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী জাবহাত ফতেহ আশ-শাম বা আন- নুসরার বিরুদ্ধে কিছুই করছে না আমেরিকাপূর্ব গৌতায় এ গোষ্ঠী সবচেয়ে বেশি সহিংসতায় লিপ্ত। একারনেই সিরিয়ার পূর্ব গৌতায় উগ্র তাকফিরি সন্ত্রাসীদের বিষয়ে যুক্তরাষ্ট্রে ভূমিকার কড়া সমালোচনা করেছে রাশিয়া

ল্যাভরভ আরো বলেন, “পূর্ব গৌতায় প্রধান সমস্যা হচ্ছে নুসরা গোষ্ঠী অথচ সিরিয়া সরকারের সমালোচকরা বা অভিযোগকারীরা সবাইকে সমান করে দেখছেজাবহাত নুসরাকে তারা স্পর্শ পর্যন্ত করছে নাউজবেকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আবদুল আজিজ কামিলভের সঙ্গে শুক্রবার রাজধানী মস্কোয় যৌথ সংবাদ সম্মেলনে ল্যাভরভ এসব কথা বলেনখবর পার্সটুডের

তিনি আরো বলেন, “মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট নুসরা সন্ত্রাসীদের প্রধান লক্ষ্যবস্তু হিসেবে দেখছে বলে আমাদের কাছে কোনো প্রমাণ নেইযদিও আমরা বিষয়টি নিয়ে মার্কিন বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করেছি কোনো আমাদের বক্তব্যের কোনো ফলাফল এ পর্যন্ত দেখিনি

গত কিছুদিন ধরে গৌতা এলাকা থেকে সন্ত্রাসীরা রাজধানী দামেস্কের ওপর ব্যাপকমাত্রায় মর্টার হামলা চালাচ্ছে যাতে বহুসংখ্যক বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেএর বিরুদ্ধে সিরিয়া সরকার বাধ্য হয়ে বিমান হামলা চালিয়েছেএ নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে সমালোচনা করা হচ্ছে কিন্তু সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়ার কোনো উদ্যোগ নেই


শেয়ার করুন

0 facebook: