24 February 2018

কাতারে বাংলা ভাষাকে জাতিসংঘের দাফতরিক ভাষা করার দাবি


আন্তর্জাতিক ডেস্কঃ বাংলাদেশ লেখক-সাংবাদিক অ্যাসোসিয়েশনেকাতার 'ভাষার জন্য ভালোবাসা'- এই শিরোনামে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক সাহিত্যসন্ধ্যার আয়োজন করে বাংলাকে জাতিসংঘের দাফতরিক ভাষা করার দাবি তুলেছেন কাতারে বাংলাদেশি প্রবাসীরা

কাতারের স্থানীয় হক রেস্টুরেন্টের বলরুমে অনুষ্ঠিত এই সাহিত্যসন্ধ্যায় বক্তারা বলেন, ভিন্ন ভাষার মিশ্রণে বাংলা ভাষার বিশুদ্ধতাকে জগাখিচুড়ি বানিয়ে আজকাল বাংলা ভাষাকে উপস্থাপন করা হচ্ছেবাংলা ভাষা হবে শিক্ষার অগ্রগামী মাধ্যমকেবল প্রাথমিক স্তরে নয়, সর্বোচ্চ স্তরেওসাহিত্যসন্ধ্যা আয়োজনের প্রশংসা ও প্রয়োজনীয়তা উল্লেখ করে স্ব-স্ব অবস্থান থেকে শুদ্ধ বাংলা চর্চা ও প্রসারে প্রবাসীদের প্রতি আহ্বান জানান বক্তারা

আয়োজক সংগঠনের সভাপতি অধ্যাপক একেএম আমিনুল হকের সভাপতিত্বে ও সহসাধারণ সম্পাদক কবি মফিজুর রহমান ও হারুনুর রশিদ মৃধার যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ (নূর) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এরাবিয়ান এক্সচেঞ্জের মহাব্যবস্থাপক নুরুল কবির চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ এমএইচএম স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক তাফসির উদ্দীন

কাতার প্রবাসী বাংলাদেশিদের বক্তব্যের পাশাপাশি কবিতা আবৃত্তি করেন কবি মফিজুর রহমান, তরুণ সংস্কৃতিকর্মী এম মুরাদ হোসেন, অধ্যাপক আমিনুল হক, নূর মোহাম্মদ (নূর) অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সহসভাপতি জাকারিয়া চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, আলমগীর প্রমুখঅনুষ্ঠানে দেশাত্মবোধক বাংলা গান পরিবেশন করেন শ্রাবণ ব্যান্ডের কর্ণধার কণ্ঠশিল্পী সাইফুল ও সাজু


শেয়ার করুন

0 facebook: