27 February 2018

আমাদের বিরোধী দল হতে দেন, নয় তো সবাইকে মন্ত্রী বানাইয়া দেন


স্বদেশবার্তা ডেস্কঃ সংসদে জাতীয় পার্টি বিরোধী দল না কি সরকারি দল তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ নিজেই

তিনি বলেন, প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেছিলাম মন্ত্রিসভা থেকে আমাদের পার্টির সদস্যদের প্রত্যাহার করুনকিন্তু সেটা হয়নিএভাবে টানাটানি করে বিরোধী দল হওয়া যায় নাআমাদের বিরোধী দল হতে দেন নয় তো সবাইকে মন্ত্রী বানাইয়া দেন

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাতে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন বিরোধী দলীয় নেতা

এ সময় তার পাশের আসনে বসে মন্ত্রিসভার সদস্য জাতীয় পার্টির সংসদ সদস্য মশিউর রহমান রাঙ্গা রওশন এরশাদের কথাগুলো গুছিয়ে দিচ্ছিলেন

রওশন এরশাদ বলেন, আমাদের নিয়ে বাইরে অনেক কথা হয়প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছিলাম আমাদের মন্ত্রীগুলো প্রত্যাহার করেনআমাদের বিরোধী দলের মতো বিরোধিতা করতে দেনকিন্তু সেটা আর হয় নাইসেজন্য বিরোধী দল হতে পারি নাইএভাবে টানাটানি করে বিরোধী দল হওয়া যায় নাহয় বিরোধী দল, নয় সরকারি দল

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে রওশন বলেন, হয় বিরোধী দলের ভূমিকা পালন করতে দেন, নয়তো আমাদের ৪০ জনকে সরকারি দলে নিয়ে নেনবিরোধী দল দরকার নেই

এ সময় প্রধানমন্ত্রীকে বলতে শোনা যায়, আমরা তো বলেছিলামতখন রওশন এরশাদ বলেন, আপনি নির্দেশ দিলে মানবে না কে?

তিনি আরো বলেন, হ্যাঁ, আপনি বলেন বিরোধী দলের দরকার নেইআমাদের সবাইকে মন্ত্রী বানাইয়া দেনআমরা বাইরে গেলে নানা কথা হয়বলে- আপনারা কোথায় আছেন সরকারে, না বিরোধী দলে? আমরা বলতে পারি নাকাজেই এটা যদি করতেন তাহলে জাতীয় পার্টি বেঁচে যেতজাতীয় পার্টি আজ সম্মানের সাথে থাকতে পারতোআমরা সম্মানের সাথে নেই


এ সময় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য রওশন বলেন, আপনি কি বলতে পারেন বিরোধী দল আছে? আমরাও বলতে পারি নাসেজন্য কোথাও ইন্টারভিউ দেই না!


শেয়ার করুন

0 facebook: