স্বদেশবার্তা ডেস্কঃ খালেদা জিয়ার আইনজীবীরা যথাযথ আইনি প্রক্রিয়ায় যাননি। তাদের ভুলের জন্যই বিএনপি চেয়ারপারসনকে জেলে যেতে হয়েছে। বললেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ (মঙ্গলবার) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আনিসুল হক বলেন, বিচার বিভাগ স্বাধীন। বিচার বিভাগের নির্দিষ্ট আইনের মাধ্যমেই খালেদা জিয়ার বিরুদ্ধে হওয়া অন্য মামলাগুলোও পরিচালিত হবে।
আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়ার জেলে যাওয়াতেও সরকারের হাত নেই। জামিন হওয়া না হওয়ার বিষয়েও সরকারের হাত নেই। তিনি বলেন, মামলা জট কমাতে পারলে বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা আসবে। তখনই আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হবো।
0 facebook: