27 February 2018

খালেদা জিয়ার আইনজীবীরা যথাযথ আইনি প্রক্রিয়ায় যাননিঃ আইনমন্ত্রী


স্বদেশবার্তা ডেস্কঃ খালেদা জিয়ার আইনজীবীরা যথাযথ আইনি প্রক্রিয়ায় যাননিতাদের ভুলের জন্যই বিএনপি চেয়ারপারসনকে জেলে যেতে হয়েছেবললেন আইনমন্ত্রী আনিসুল হক আজ (মঙ্গলবার) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আনিসুল হক বলেন, বিচার বিভাগ স্বাধীনবিচার বিভাগের নির্দিষ্ট আইনের মাধ্যমেই খালেদা জিয়ার বিরুদ্ধে হওয়া অন্য মামলাগুলোও পরিচালিত হবে

আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়ার জেলে যাওয়াতেও সরকারের হাত নেইজামিন হওয়া না হওয়ার বিষয়েও সরকারের হাত নেই তিনি বলেন, মামলা জট কমাতে পারলে বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা আসবেতখনই আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হবো

আনিসুল হক বলেন, পুরনো কারাবিধি সংশোধন হওয়া দরকারআমরা প্রিজন অ্যাক্ট ১৮৯৪সংশোধনের উদ্যোগও নিয়েছিকেননা ১২৪ বছর আগের কলোনিয়াল আইনটি আমাদের শাস্তি দেয়ার জন্য করা হয়েছিলোতাই আইনটি সংশোধন করে আমরা প্রিজন অ্যান্ড কারেক্টাল অ্যাক্ট ২০১৮করতে চাইছি


শেয়ার করুন

0 facebook: