আন্তর্জাতিক ডেস্কঃ মিশরের উত্তরাঞ্চলে দুটি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। বুধবার এই দুর্ঘটনায় ৪০ ব্যক্তি আহত হন বলে জানা গেছে।
মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। মিশরের কর্তৃপক্ষ জানায়, বুধবার সংঘর্ষে দুটি ট্রেনই দুমড়ে মুচড়ে গেছে। হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। আল বাহেইরার অন্তর্গত কোম হামাদা স্টেশনের অদূরে ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে। মিশরের উত্তরাঞ্চলের উপকূল ঘেঁষে এলাকাটির অবস্থান ।
মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, আহতদের উদ্ধার করে দুর্ঘটনাস্থলের কাছাকাছি এলাকার হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে। তিনি জানান, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ইতোমধ্যে বিভিন্ন সংস্থার লোকেরা উদ্ধার কাজ শুরু করেছেন।
সূত্র: আল-জাজিরা
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: