28 February 2018

এক তলার অনুমোদন নিয়ে পাঁচতলা পর্যন্ত ভবন নির্মাণ


স্বদেশবার্তা ডেস্কঃ রাজধানীর উত্তরায় ১৪ নম্বর সেক্টরে একতলা ভবনের অনুমোদন নিয়ে পাঁচতলা পর্যন্ত  ভবন নির্মাণে অভিযান চালানো হয়েছেআজ বুধবার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এ অভিযান পরিচালনা করে

রাজউকের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অভিযানে ১২ নম্বর রোডের ৬০ নম্বর আবাসিক প্লটে একতলা ভবনের অনুমোদন নিয়ে পাঁচতলা নির্মাণাধীন একটি ভবনের আংশিক অপসারণ করা হয়

বিভিন্ন আবাসিক প্লটে অবৈধভাবে বাণিজ্যিক ব্যবহার এবং নকশাবহির্ভূত স্থাপনা অপসারণে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার ও ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা (অথরাইজড অফিসার) আশরাফুল ইসলামের নেতৃত্বে গঠিত টাস্কফোর্স অভিযান পরিচালনা করে

রাজউকের সহকারী পরিচালক মুহম্মদ আতিকুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, উত্তরার ১৪ নম্বর সেক্টরে ভবন নির্মাণের ক্ষেত্রে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের ১২ ফুট উচ্চতার সীমাবদ্ধতা রয়েছেসে অনুযায়ী রাজউক থেকে একতলা ভবন নির্মাণের অনুমোদন দেওয়া হয়কিন্তু ভবনটির মালিক অনুমোদনের ব্যত্যয় ঘটিয়ে পাঁচতলার ছাদ পর্যন্ত কাজ সম্পন্ন করেটাস্কফোর্স ভবনটির তৃতীয় ও চতুর্থতলার স্ল্যাবের কনক্রিট সরিয়ে রড কেটে দেয় এবং দেয়াল অপসারণ করেপরবর্তী দিনে ভবনটির একতলার ওপরের অংশের কলামসহ বাকি অবৈধ স্থাপনা অপসারণ করা হবে

উচ্ছেদ কার্যক্রমে রাজউকের জোন-২ (উত্তরা, টঙ্গী, গাজীপুর)-এর পরিচালক আনন্দ কুমার বিশ্বাসসহকারী অথরাইজড অফিসার মুহম্মদ খায়রুজ্জামান ও জান্নতুন নাঈমা উপস্থিত ছিলেনআইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ অন্যান্য সেবাদানকারী সংস্থা সহায়তা দেয় অভিযানে



শেয়ার করুন

0 facebook: