08 February 2018

নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে কারাগারের সামনে


স্বদেশবার্তা ডেস্কঃ নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে পুরান ঢাকার পুরনো কারাগারের সামনেজিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা হলে তাকে এ কারাগারে রাখা হবে বলে এই পথে জনসাধারণ চলাচলেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে

বৃহস্পতিবার পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডে পুরনো কেন্দ্রীয় কারাগারের সামনে মূল প্রবেশপথের সড়কে পরিবহন ও মানুষের চলাচল নিষিদ্ধ করা হয়েছেএখানে পুলিশ ও র্যাব সদস্যদের টহল ছাড়াও বাড়তি তৎপরতা দেখা যাচ্ছে সাদা পোশাকধারী গোয়েন্দাদের


কারাগারের সামনে এক কিলোমিটার রাস্তাজুড়ে পুলিশ ব্যারিকেড দিয়েছেনিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সাংবাদিক প্রবেশেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানান, সকাল সাড়ে ৭টা থেকে কারাগারের সামনের অংশ নাজিমউদ্দিন রোড বন্ধ রাখা হয়েছেএ ছাড়া কারাগারটি আদালতের নিকটবর্তী হওয়ায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে


শেয়ার করুন

0 facebook: