স্বদেশবার্তা ডেস্কঃ ডিএমপি
কমিশনারের নির্দেশনার পর থেকে আদালতে মামলা সংশ্লিষ্ট ছাড়া বিএনপিপন্থী কোনো
আইনজীবীকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।
এতে ক্ষোভ
প্রকাশ করছে তারা। এক পর্যায়ে সকাল সোয়া ১০টার দিকে বিএনপিপন্থী আইনজীবীরা জোর করে আদালতে ঢুকতে
চাইলে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি শুরু হয়। ১০ মিনিট ধস্তাধস্তির পর বিএনপিপন্থীরা পিছু হটে।
এর আগে সকালে
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া মামলার সংশ্লিষ্ট
উকিল ছাড়া অন্য কাউকে আদালতে প্রবেশ করতে না দেয়ার নির্দেশ দিয়েছেন। বকশীবাজারে আলিয়া মাদরাসা মাঠে
স্থাপিত অস্থায়ী আদালত ও আশেপাশের এলাকার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনের সময়
ডিএমপির লালবাগ বিভাগের ডিসি মোহাম্মাদ ইব্রাহিম খানকে এ নির্দেশনা দেন তিনি।
ডিএমপি কমিশনার
বলেন, মামলার সংশ্লিষ্ট উকিল ছাড়া অন্য কেউ গাউন পরে আসলেও
তাদের আদালতে প্রবেশ করতে দেয়া হবে না।
0 facebook: