18 February 2018

ভারতে ক্লাসে শিক্ষার্থীর বদলে ছাগল পেয়েছেন মন্ত্রী!

প্রতিকি ছবি
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের মণিপুরের শিক্ষামন্ত্রী টি রাধেশ্যাম রাজ্যের স্কুলগুলির হালহকিকত জানতে কোনো আগাম বার্তা না দিয়েই পরিদর্শনে বেরিয়েছিলেন সফরটা তিনি শুরু করেছিলেন মায়াং ইম্ফল এবং ওয়াবাগাই বিধানসভা ক্ষেত্রের কয়েকটি স্কুলে অভিযানের মাধ্যমেএই হঠাৎ অভিযানে যে তিক্ত অভিজ্ঞতা হয়েছে, তাতে বেজায় চটেছেন মন্ত্রীমশাই

তিনি দেখলেন, কোথাও স্কুল খোলা কিন্তু শিক্ষক নেইআবার কোথাও শিক্ষক আছেন কিন্তু শিক্ষার্থী নেইএটাতো ছিল স্বাভাবিক ঘটনাকিন্তু মন্ত্রীমশাই চমকে উঠলেন পশ্চিম ইম্ফলের একটি স্কুলে গিয়েসেখানকার খেলাকং অঞ্চলের একটি স্কুলে ঢুকে মন্ত্রী দ্বিধাদ্বন্দে পড়ে গেলেনআসলেই কি তিনি কোন স্কুলে ঢুকলেন নাকি ছাগলের খামারে নথি অনুযায়ী স্কুলই বটেতবে স্কুলে কোনও ছাত্র ছিল না, শিক্ষকদের উপস্থিতি তো টেরই পাওয়া যায়নিস্কুলের ক্লাসরুমগুলো ছিল ফাঁকাআর সেখানে চরে বেড়াচ্ছে ছাগলের দল

একের পর এক স্কুলে ঘুরেছেন রাধেশ্যামকিন্তু কোনও স্কুলেই তার অভিজ্ঞতাটা খুব একটা সুখকর হয়নিজানা গেছে, সমস্ত সরকারি অনুদান, মিড ডে মিল, বই, স্কুলের পোশাক যাতে নিয়মিতভাবে পাওয়া যায় সে কারণেই স্কুলগুলো সরকারের কাছে এসব স্কুলের ভূয়া খতিয়ান দিচ্ছে শিক্ষামন্ত্রী টি রাধেশ্যাম বলেন, এটা সত্যিই দুঃখের বিষয় যে স্কুলে শিক্ষার্থীরা নেইঅথচ মিথ্যা তথ্য দিয়ে সরকারের কাছ থেকে বরাদ্দ নিচ্ছে


শেয়ার করুন

0 facebook: