03 February 2018

আমেরিকা এবার রাশিয়ানদের শিকার করা শুরু করেছে!


আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্র এবার বিশ্বজুড়ে রাশিয়ানদের শিকার করতে নেমেছে। রাশিয়ানদের পাওয়ামাত্র তাদের আটক করা হচ্ছে। রাশিয়ানদের ওপর ২০১৭ সাল থেকে এই 'শিকার অভিযান' শুরু করে আমেরিকা। এ পর্যন্ত ১০ জন রাশিয়ানকে আটকে করেছে। আটকের পর আমেরিকার বিচারব্যবস্থায় রাশিয়ানদের সম্মুখীন হতে হবে।

কিছু দিন আগে আমেরিকা বিশ্বের বেশ কয়েকটি দেশে ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকতে বলে মার্কিনিদের। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়ানরা পৃথিবীর যেকোনো দেশে মারাত্মক হুমকির মুখে রয়েছে। ওয়াশিংটনের অনুরোধে ওই দেশের সরকার রাশিয়ানদের আটক করছে। এর পর আটককৃতদের আমেরিকার কাছে হস্তান্তর করা হচ্ছে।

সতর্কবার্তায় আরো বলা হয়, আমেরিকার সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলার পর সহায়তামূলক সম্পর্ক বজায় রাখার ব্যবস্থা করা হলেও ইউএস এর বিশেষ বাহিনী বিশ্বজুড়ে রাশিয়ানদের 'শিকার' করে চলেছে। এসব পরিস্থিতি বিবেচনা করে রাশিয়ানদের বিদেশ ভ্রমণের ক্ষেত্রে ঝুঁকি ভেবে চলতে বলা হয়েছে।


শেয়ার করুন

0 facebook: