আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত-ইউএই কাতারে সামরিক হস্তক্ষেপের পরিকল্পনা করেছিল, তবে তা নস্যাৎ করে দিয়েছে মধ্যপ্রাচ্যের ছোট্ট এই দেশটি।
কাতারের প্রতিরক্ষামন্ত্রী
খালিদ বিন মুহাম্মাদ আল-আতিয়া মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে
এমনটাই দাবি করেছেন। তিনি জানান,
গত বছর কাতারের সঙ্গে সৌদি নেতৃত্বাধীন কয়েকটি আরব দেশের
কূটনৈতিক সংকট শুরুর প্রথম দিকে তারা এ পরিকল্পনা করেছিল। তবে কাতার এ পরিকল্পনা ব্যর্থ করে দেয়।
আল-আতিয়া বলেন, কাতারকে অস্থিতিশীল করার
জন্য রিয়াদ ও আবুধাবি সব ধরনের চেষ্টা করেছে কিন্তু আমরা তা ব্যর্থ করেছি। তারা আমাদের দেশের ভেতরে
সামরিক হস্তক্ষেপেরও পরিকল্পনা করেছিল। কাতারের প্রতিরক্ষামন্ত্রী
বলেন, তারা বিভিন্ন উপজাতিকে উসকানি দেয়ার চেষ্টা করেছে। এ কাজে তারা আমাদের বিরুদ্ধে মসজিদকে ব্যবহার
করেছে। এর পর তারা কিছু
পুতুলব্যক্তিকে আমাদের নেতাদের জায়গায় বসানোর চেষ্টা করে।
তিনি বলেন, কাতারের সাবেক আমিরের এক
আত্মীয়কে ক্ষমতায় বসানোর চেষ্টা করেছিল তারা, তবে তাদের সে চেষ্টা সফল হয়নি। দেশের জনগণ তাদের আমিরকে
ভালোবাসেন।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: