05 February 2018

পুলিশের লাঠিচার্জে নরসিংদীতে খালেদা জিয়াকে স্বাগত জানাতে আসা নেতাকর্মী ছত্রভঙ্গ


স্বদেশবার্তা ডেস্কঃ নরসিংদীতে খালেদা জিয়াকে স্বাগত জানাতে আসা নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জ এর অভিযোগ পাওয়া গেছে। ঢাকা-সিলেট মহাসড়কের কামারখোলা এলাকায় দলের চেয়ারপারসনকে স্বাগত জানাতে আসা বিএনপি নেতাকর্মীদের ওপর এই লাঠিচার্জ করেছে পুলিশ।

সোমবার বেলা পৌনে ১২ টার দিকে খালেদা জিয়ার গাড়িবহর কামারখোলায় পৌঁছলে বিএনপি নেতাকর্মীরা দলীয় প্রধানকে স্বাগত জানাতে রাস্তার পাশে আসার চেষ্টা করেন। কিন্তু পুলিশের বেধরক লাঠিচার্জের কারণে তারা আসতে পারেন নি।

এরআগে সকাল ১১টার দিকে নরসিংদীর ভেলানগরেও পুলিশ বিএনপি নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করে। পুলিশ তাদেরকে ধাওয়া দিয়ে সড়কের পাশ থেকে সরিয়ে দেয়।


শেয়ার করুন

0 facebook: