স্বদেশবার্তা ডেস্কঃ আওয়ামী লীগের
সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিশৃঙ্খলা করতেই বিএনপি চেয়ারপারসন খালেদা
জিয়া বিমানে না গিয়ে সড়কপথে সিলেটে গিয়েছেন।
সোমবার
নির্বাচন ভবনে রাষ্ট্রপতি পদে মুহম্মদ আবদুল হামিদের মনোনয়নপত্র প্রধান নির্বাচন
কমিশনার কেএম নুরুল হুদার কাছে দাখিলের পর তিনি এ মন্তব্য করেন। আগামী ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায় ঘোষণা করা হবে। এ নিয়ে বিভিন্ন কর্মসূচি দিয়েছে বিএনপি। তবে এ কর্মসূচির বিপরীতে আওয়ামী লীগ কোনো পাল্টা
কর্মসূচি দেয়নি।
এ বিষয়ে জানতে
চাইলে সেতু ও সড়ক পরিবহনমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আমরা এমন কোনো প্রোগ্রাম দিইনি। পাল্টাপাল্টি কোনো প্রোগ্রাম নেই। পাল্টাপাল্টি কর্মসূচিতে আমরা বিশ্বাস করি না। উই হ্যাভ নো প্রোগ্রাম।
0 facebook: