01 March 2018

যুক্তরাষ্ট্র এবার ২০টি গোপন ঘাঁটি বানিয়েছে


আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি-নিয়ন্ত্রিত এলাকায় ২০টি গোপন সামরিক ঘাঁটি স্থাপন নির্বাচন যুক্তরাষ্ট্ররাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য আলেকজান্ডার ভেনেদিতকভ এ তথ্য জানিয়েছেনখবর পার্সটুডের

তিনি আরো বলেছেন, যুক্তরাষ্ট্র কুর্দি গেরিলা গোষ্ঠী ওয়াইপিজিকে অত্যাধুনিক অস্ত্র দিয়ে তুরস্ককে তাদের ওপর হামলার উসকানি দিয়েছেরাশিয়ার এ কর্মকর্তা বলেন, যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় বাইরের দেশগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপের কারণে স্থিতিশীলতা ফিরিয়ে আনা কঠিন হয়ে পড়েছে

ভেনেদিতকভ বলেন, আফরিনে কুর্দিদের অত্যাধুনিক অস্ত্র দিয়ে এবং তাদের মধ্যে বিচ্ছিন্নতাবাদী চেতনা জাগিয়ে তুলেছে যুক্তরাষ্ট্রসে কারণেই তুরস্ক আফরিনে সামরিক অভিযান চালাতে উদ্যোগী হয়ে ওঠেওয়াইপিজির ৩০ হাজার গেরিলাকে যুক্তরাষ্ট্র অস্ত্র দিয়েছে

সিরিয়ার সরকার আফরিনে তুর্কি হামলার নিন্দা জানিয়েছে এবং সিরিয়ায় মার্কিন বাহিনীর উপস্থিতির বিরোধিতা করছেদামেস্ক সরকার বারবার বলেছে, সিরিয়ার মাটিতে মার্কিন সেনাদের উপস্থিতির কোনো বৈধতা নেই


শেয়ার করুন

0 facebook: