02 March 2018

তদন্তে অস্ট্রেলীয় পুলিশ ঢাকায়


স্বদেশবার্তা ডেস্কঃ সম্প্রতি অস্ট্রেলিয়ার মেলবোর্নে হামলাকারী বাংলাদেশি শিক্ষার্থী মোমেনা সোমার সন্ত্রাসী কানেকশনের খোঁজে বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়ান পুলিশের তিন সদস্যের একটি দল

ওই দলটি বৃহস্পতিবার দিনভর কাউন্টার টোরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট কর্মকর্তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেতারা সিটিটিসির কাছে জানতে চেয়েছে, আইএসের সঙ্গে মোমেনার কোনো সম্পর্ক আছে কিনাজবাবে সিটিটিসি কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশের কোনো সন্ত্রাসীর সঙ্গে আইএসের কানেকশন নেইতারা সেলফমেইড সন্ত্রাসীসিটিটিসির সংশ্লিষ্ট সূত্র যুগান্তরকে এসব তথ্য জানিয়েছে

সম্প্রতি অস্ট্রেলিয়ায় এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে গ্রেফতার হন মোমেনাএর সূত্র ধরে মোমেনাদের মিরপুরের বাসায় গেলে তার ছোট বোন আসমাউল হোসনা এক পুলিশ কর্মকর্তার ওপর হামলা করেনপরে আসমাউল হোসনাকে গ্রেফতার করেন সিটিটিসির সদস্যরাসিটিটিসি সূত্র জানায়, সন্ত্রাসবাদে উদ্বুদ্ধ হয়ে ২০১৫ সালে তুরস্ক হয়ে সিরিয়া যেতে চেয়েছিলেন মামেনা সোমাতুরস্কের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তিনি ভর্তিও হয়েছিলেনকিন্তু ভিসা না পাওয়ায় তখন তুরস্ক যাওয়া হয়নিসন্ত্রাসবাদে উদ্বুদ্ধ হয়ে সিরিয়ায় গিয়ে ফিরে আসা গাজী কামরুস সালাম এবং সিরিয়ায় গিয়ে নিরুদ্দেশ হওয়া মেরিন ইঞ্জিনিয়ার নজিবুল্লাহ আনসারীর সঙ্গেও মোমেনা সোমার যোগাযোগ ছিলনজিবুল্লাহ আনসারীর সঙ্গে তার বিয়ের কথা হয়েছিলএর ঘটক ছিলেন রাজধানীর লেকহেট গ্রামার স্কুলের এক শিক্ষককিন্তু নজিবুল্লাহর পরিবার না চাওয়ায় সেই বিয়ে হয়নি


শেয়ার করুন

0 facebook: