02 March 2018

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ৮ তুর্কি সেনা নিহত, আহত ১৩


আন্তর্জাতিক ডেস্কঃ কুর্দি মিলিশিয়ার বিরুদ্ধে অভিযান চালানোর সময় বৃহস্পতিবার সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে তুরস্কের আট সৈন্য নিহত হয়েছেনএঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জনদেশটির সামরিক বাহিনী একথা জানায়

প্রথম বিবৃতিতে বলা হয়, আফরিনে অভিযান চালানোর সময় আমাদের পাঁচ বীর সেনা শহীদ ও অপর সাত আহত হয়েছেনএর পরপরই তাদের দেয়া দ্বিতীয় বিবৃতিতে বলা হয়, তুরস্ক সামরিক বাহিনীর আরো তিন সৈন্য নিহত ও ছয় আহত হয়েছেনতবে এ ব্যাপারে বিস্তারিত আর কিছু বলা হয়নি

তুরস্কের প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কলিন টুইটার বার্তায় বলেন, ‘আমরা আফ্রিনে শাহাদৎবরণ করা আমাদের সৈন্যদের রুহের শান্তি কামনা করছি এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি

উল্লেখ্য, গত ২০ জানুয়ারি সিরিয়ার আফরিন জেলায় পিপলস প্রটেকটিভ ইউনিটের (ওয়াইপিজি) বিরুদ্ধে আন্তসীমান্ত অভিযান শুরুর পর থেকে আঙ্কারার জন্য বৃহস্পতিবার ছিল সবচেয়ে ভয়াবহ দিন

সূত্র: এএফপি


শেয়ার করুন

0 facebook: