05 March 2018

কুকুর হঠাৎ তাড়া করলে নিরাপদ থাকবেন যেভাবে!


স্বদেশবার্তা ডেস্কঃ কুকুরের সামনে সবাই কম-বেশি পড়ে থাকেন রাস্তায় চলাচলের সময়তবে বিপদ তখনই, যখন এই প্রাণীটি আগ্রাসী রূপ ধারণ করেতখন অনেকেই বুঝে উঠতে পারেন না কী করবেন? তবে একটু সচেতন হলেই কিন্তু কুকুরের কু-দৃষ্টি থেকে নিজেকে রক্ষা করা সম্ভবচলুন একনজরে দেখে নিন, রাস্তায় কুকুরের কামড় থেকে নিরাপদে বাড়ি ফেরার কয়েকটি উপায়

* ভয় পাবেন না
মনে ভয় রাখলে চলবে নাএকটা কথা ভুলবেন না, কুকুরের বুদ্ধি আপনার চেয়ে বেশিতারা সবসময় বুঝতে পারে, কে ভয় পাচ্ছেযারা ভয় পেয়ে পালানোর চেষ্টা করে, তাদের বেশি করে তাড়া করে এরাতাই ভয় পাওয়া চলবে না কোনোভাবেইকুকুর তাড়া করলে ঘুরে দাঁড়ানউল্টো হুমকি দিন

* থেমে যান, ধীরে হাঁটুন
হাঁটার সময় যদি আশপাশ থেকে কুকুর আপনার দিকে তেড়ে আসতে থাকে তাহলে দাঁড়িয়ে যান কিংবা হাঁটার গতি কমিয়ে ফেলুনবোঝান, আপনি ভয়ে পালাচ্ছেন না

* সরাসরি তাকাবেন না
কুকুরের চোখের দিকে সরাসরি তাকাবেন নাএতে কিছু কুকুর আগ্রাসী হয়ে ওঠেতারা আপনার থেকে ভয় পেয়ে আরও তেড়ে আসতে পারেতাই তাকে পাত্তা না দিয়ে আস্তে করে হেঁটে পার হয়ে আসুন

* মনোযোগ ঘুরিয়ে দিন

কুকুরকে অন্য কোনো জিনিস দিয়ে ভুলিয়ে দিনযাতে আপনার দিকে আর সে না তাকায়আপনার কাছে যদি খালি বোতল, ছেঁড়া প্লাস্টিক বা বাতিল কিছু থাকলে তা কুকুরকে দেখিয়ে ছুঁড়ে দিনসেটিতে সে তখন মন দেবেআপনাকে মুক্তি দিতেও পারে


শেয়ার করুন

0 facebook: