05 March 2018

অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণ মূলক নির্বাচনের ব্যাপারে লিসাকে আশ্বস্ত করলেনঃ পররাষ্ট্রমন্ত্রী


স্বদেশবার্তা ডেস্কঃ অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে সরকার অঙ্গীকারাবদ্ধ বলে মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা উপদেষ্টাকে জানালেন পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীসব দলের অংশগ্রহণে একাদশ জাতীয় নির্বাচন আয়োজনে ট্রাম্পের উপদেষ্টা লিসা কার্টিসের জিজ্ঞাসার জবাবে এভাবেই তাকে আশ্বস্ত করেন মন্ত্রীমার্কিন উপদেষ্টার সঙ্গে সহমত পোষণ করে মাহমুদ আলী এ-ও জানান, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের পর্যবেক্ষকদের উপস্থিতিতে হবে আগামী নির্বাচন এবং সেটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবেনির্বাচন পর্যবেক্ষণে মন্ত্রী যুক্তরাষ্ট্রকে আগাম আমন্ত্রণও জানানঅংশগ্রহণমূলক নির্বাচনের বার্তা দিয়ে সন্ধ্যায় লিসা কার্টিস ঢাকা ছেড়ে যাওয়ার পরপরই পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে তার সফরের বিষয়ে আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তি প্রচার করা হয়সেখানে নির্বাচন নিয়ে মন্ত্রীর সঙ্গে তার আলোচনার বিস্তারিত তুলে ধরা হয়

জানানো হয়, ঢাকা সফরকালে পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও লিসা প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী এবং পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের সঙ্গে বৈঠক করেছেনএদিকে কূটনৈতিক সূত্রে প্রাপ্ত তথ্য মতে, ঢাকা ছেড়ে যাওয়ার আগে মার্কিন রাষ্ট্রদূতের বাসায় বিএনপি মহাসচিবসহ দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে পৌনে এক ঘণ্টা বৈঠক করেছেন তিনিসেখানে বিএনপি চেয়ারপার্সনের কারাবাসসহ সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়সূত্র মতে, লিসা ঢাকায় আসার আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের আকাঙ্ক্ষা ব্যক্ত করেছিলেনদূতাবাসের তরফে তার অ্যাপয়েন্টও চাওয়া হয়েছিলকিন্তু শেষ পর্যন্ত ওই বৈঠক হয়নিএ বিষয়ে জানতে চাওয়া হলে গতকাল সন্ধ্যায় পররাষ্ট্র সচিব মানবজমিনকে বলেন, প্রধানমন্ত্রীর সময় পাওয়া যায়নি বলে বৈঠকটি হয়নি

কিন্তু তার দুজন উপদেষ্টা, পররাষ্ট্রমন্ত্রী এবং আমার সঙ্গে বৈঠক হয়েছেসফরটি খুব ভালো হয়েছে জানিয়ে সচিব বলেন, দুই দেশের সংশ্লিষ্ট সব বিষয়েই আমাদের আলোচনা হয়েছেপররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, শনিবার রাতে পররাষ্ট্র সচিবের নেতৃত্বাধীন বাংলাদেশ প্রতিনিধি দলের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে সব দলের অংশগ্রহণে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের তাগিদ দেন মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টা লিসা কার্টিসরাতে রাজধানীর ওয়েস্টিন হোটেলের ওই বৈঠকে উপদেষ্টা লিসা কার্টিস নিজে থেকেই নির্বাচনের প্রসঙ্গ তুলেনবলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে সব দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং সহিংসতামুক্ত নির্বাচন দেখতে চায়বাংলাদেশের স্বার্থেই এমন নির্বাচন হতে হবেবৈঠকে মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটও এ নিয়ে কথা বলেনরোববার সকালে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রধান আলোচ্য বিষয় ছিল রোহিঙ্গা ইস্যুএ নিয়ে গুরুত্বের সঙ্গে আলোচনাও হয়এর পরপরই লিসা কার্টিস বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গ তোলেনঅংশগ্রহণমূলক নির্বাচনের সহায়ক পরিবেশ নিয়েই ছিল তার যত জিজ্ঞাসাতিনি সব দলের অংশগ্রহণসহ অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে যুক্তরাষ্ট্রের নীতির কথা জানানআগামী নির্বাচন অবাধ পরিবেশে অনুষ্ঠানে প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়েও তাগিদ দেনজবাবে মন্ত্রী এ নিয়ে সরকারের ইতিবাচক অবস্থানের কথা জানিয়ে তাকে আশ্বস্ত করেন

রোহিঙ্গা সংকটে যুক্তরাষ্ট্রের আরো জোরালো ভূমিকা চান পররাষ্ট্রমন্ত্রী: এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রোহিঙ্গা ইস্যুতে আরো জোরালো ভূমিকা রাখার জন্য যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে বাংলাদেশযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ও ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সিনিয়র ডিরেক্টর লিসা কার্টিসের সঙ্গে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এ আহ্বান জানানমন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোহিঙ্গাদের নিরাপদে প্রত্যাবাসনের জন্য যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখার ওপর পররাষ্ট্রমন্ত্রী জোর দেনএ সময় লিসা কার্টিস জানান, রোহিঙ্গা ইস্যুটি যুক্তরাষ্ট্রের নীতি আলোচনার অংশরোহিঙ্গাদের ফেরত পাঠানোর জন্য মিয়ানমারের ওপর তারা চাপ অব্যাহত রাখবেপ্রেসিডেন্ট ট্রাম্পের জাতীয় নিরাপত্তা কৌশল বিষয়ে লিসা কার্টিস পররাষ্ট্রমন্ত্রীকে জানান, তারা এই অঞ্চলের জন্য ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি গ্রহণ করেছেএ বিষয়ে তারা বাংলাদেশের সঙ্গে আরো গভীর সম্পর্ক রাখতে চায়তিনি ওয়াশিংটনের উচ্চপর্যায়ে বিষয়টি জানাবেন


শেয়ার করুন

0 facebook: