05 March 2018

বাথরুমে থেকে দম্পতির নগ্ন মরদেহ উদ্ধার


আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের দিল্লির ইন্দিরাপুরামে জ্ঞানখণ্ড-১ এলাকায় নিজেদের বাড়ির বাথরুম থেকে এক দম্পতির মরদেহ করা হয়েছেশনিবার রাতে শোবার ঘর সংলগ্ন বাথরুমে তাদের পাওয়া যায়শনিবার রাতেই হোলির পার্টি শেষ করে বাড়ি ফিরেছিলেন তারা

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, মৃত দম্পতির নাম নীরজ সিংঘানিয়া ও রুচি সিংঘানিয়া২০১০ সালে বিয়ে করেন তারাচার বছরের একটি মেয়েও রয়েছে এই দম্পতিরবাথরুমের পাশেই শোয়ার ঘরে ঘুমোচ্ছিল শিশুটি, তবে তার কোনো ক্ষতি হয়নি

নীরজ দেশটির একটি মোবাইল কোম্পানির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) ছিলেনরুচি কাজ করতেন দিল্লির অদূরে নয়ডার এক তথ্যপ্রযুক্তি সংস্থায়মেয়ে, বাবা-মা, ভাই-বোনের সঙ্গে থাকতেন এই দম্পতি

নীরজের বাবা প্রেম প্রকাশ জানিয়েছেন, হোলি পার্টি সেরে শনিবার বিকেল ৫টা নাগাদ তারা সবাই বাড়ি ফিরে আসেনতারপর প্রত্যেকে বিশ্রাম নিতে চলে যান নিজ নিজ ঘরেসন্ধ্যা ৭টার দিকে তারা নীরজ ও রুচিকে ডাকেন কিন্তু সাড়া না পাওয়ায় আর ডাকাডাকি করেননি

রাত ৯টার দিকে খাওয়ার জন্য আবার ডাকলেও সাড়া মেলেনি তাদেরতখন নীরজের ছোট ভাই বাথরুমের জানালা দিয়ে উঁকি মেরে মেঝেতে পড়ে থাকা রুচির পায়ের খানিকটা দেখতে পানদরজা ভেঙে দেখা যায়, নীরজ ও রুচি নগ্ন অবস্থায় পড়ে রয়েছেন মেঝেতেদেহে কোনো ক্ষতচিহ্ন ছিল নাধারণা করা হচ্ছে, দম আটকে মৃত্যু হয়েছে তাদের, তবে ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে


শেয়ার করুন

0 facebook: