06 March 2018

বিমানে নগ্ন যুবকের কাণ্ড


স্বদেশবার্তা ডেস্কঃ কুয়ালালামপুর থেকে ঢাকাগামী একটি বিমানে নগ্ন হয়ে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করেছেন বাংলাদেশি এক যুবকবিমানটি মাটি থেকে ৩৯ হাজার ফিট ওপরে থাকা অবস্থায় দিদার আল মাহমুদ নামের ২০ বছর বয়সী ও দেহের পোশাক খুলে সম্পূর্ণ নগ্ন হয়ে বিমানের এক কর্মীকে আক্রমণ করেনপাগলের মতো দিগম্বর হয়েই পুরো বিমানে ছুটোছুটি করতে থাকেনখবর ফ্রি মালয়েশিয়া টুডের

খবরে বলা হয়, উড়োজাহাজটি বাংলাদেশে নামতেই অশ্লীলতা আর পাগলামির জন্য মালিন্দো এয়ারের বাংলাদেশি ওই যাত্রীকে আটক করে ঢাকায় পুলিশে সোপর্দ করা হয়শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভ্রাম্যমাণ আদালত তাকে মানসিক ভারসাম্যহীন উল্লেখ করে হাসপাতালে পাঠানোর নির্দেশ দেয়

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, মালিন্দো এয়ারওয়েজের ওডি-১৬২ ফ্লাইটটি শনিবার রাতে কুয়ালালামপুর থেকে ঢাকায় আসছিলযাত্রার কিছু সময় পরই দিদার সঙ্গে থাকা স্মার্ট ফোনে উঁচু ভলিউমে পর্নো ভিডিও দেখতে থাকেউত্তেজনা তার এতটাই বেড়ে যায় যে, কিছুক্ষণের মধ্যেই শরীরের সব কাপড় খুলে ফেলে সে

বেগতিক দেখে ফ্লাইটটির কেবিন ক্রুরা তাকে জামা পরতে অনুরোধ করেনকিন্তু কে শোনে কার কথা! প্রত্যক্ষদর্শীরা জানায়, উল্টো তাকেই আক্রমণ করে বসে দিদারএরপর উড়োজাহাজের বাথরুমে গিয়ে প্রাকৃতিক কাজ সেরে আবার ফিরে আসে প্রায় ৪ ঘণ্টার যাত্রার পুরো সময়টাতেই যাত্রীরা আতঙ্কের মধ্যে ছিলেনএরপর ফ্লাইটটি ঢাকায় অবতরণ করলে যেন দুঃস্বপ্নের সমাপ্তি ঘটেতাকে আটক করে পুলিশ


শেয়ার করুন

0 facebook: