08 March 2018

কলম্বিয়ায় বিমান হামলায় ১০ বিদ্রোহী নিহত


আন্তর্জাতিক ডেস্কঃ কলম্বিয়ার উত্তরাঞ্চলে নিরাপত্তা বাহিনীর বিমান হামলায় ১০ বিদ্রোহী সন্ত্রাসী’ নিহত হয়েছেনঅভিযান থেকে আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে

কলম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী লুইস কার্লোস ভিলেগাস জানিয়েছেন দেশটির অ্যানটিকুইয়ার সাসেরেসে এ অভিযান চালানো হয়এই মন্ত্রীই জানিয়েছেন বিমান হামলায় বিদ্রোহীরা নিহত হনপরে অবশ্য স্থলবাহিনীও অভিযান চালায়

ভিলেগাস আরও জানিয়েছেন, নিহত ও গ্রেফতার হওয়া জঙ্গিরা আঞ্চলিক সন্ত্রাসী গোষ্ঠী ইএলএনের প্রধান কাচাকোর অনুসারী

আধা সামরিক বাহিনী এজিসি ও ইএলএনের মধ্যে বেশ কিছু দিন ধরেই বড় ধরনের সংঘাত চলে আসছেএ জন্য বহু লোককে ঘরবাড়িও ছাড়তে হয়েছে

চলতি বছরে ইএলএনের ২০০ সন্ত্রাসী নিহত ও গ্রেফতার হয়েছেন বলেও জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী১৯৬৪ সাল থেকে লড়াই করে আসেছে ইএলএন

কয়েক দফা হামলা চালানোর পর চলতি বছরের জানুয়ারির ৯ তারিখে সরকার ও ইএলএনের মধ্যকার শান্তিচুক্তি ভেস্তে যায়ফেব্রুয়ারিতে শুরু হওয়া শান্তি আলোচনাও স্থগিত রয়েছে

সূত্র: কলম্বিয়া রিপোর্টস


শেয়ার করুন

0 facebook: