আন্তর্জাতিক ডেস্কঃ যুকরাষ্ট্রের
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছেন এক পর্নো তারকা। এই পর্নো তারকা বলছেন
ট্রাম্পের সঙ্গে তার যৌন সম্পর্ক ছিল। ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এই
সম্পর্ক বিষয়ে চুপ থাকার জন্য তার সঙ্গে চুক্তি করেছিলেন ট্রাম্প। তবে মামলায় উল্লেখ করা হয়েছে
ওই চুক্তির কোনো কার্যকারিতা নেই।
লস অ্যাঞ্জেলেস
কাউন্টি সুপিরিয়র কোর্টে দায়ের করা মামলায় অভিযোগ করা হয়েছে, ওই চুক্তির কোনো কার্যকারিতা নেই কারণ ট্রাম্প তাতে কখনো
স্বাক্ষরই করেননি।
মামলায়
স্টোর্মি ডেনিয়েলস নামে পরিচিত পর্নো তারকা স্টিফেনি ক্লিফোর্ড বলছেন বিষয়টি নিয়ে
তিনি আগেই জনসম্মুখে আসতে চেয়েছিলেন। তবে ২০১৬ সালের ২৮ অক্টোবর তার সঙ্গে একটা চুক্তি করেন ট্রাম্পের অ্যাটর্নি
মাইকেল কোহেন।
ট্রাম্পের
বিরুদ্ধে দায়ের করা এই মামলায় অভিযোগ করা হয়েছে ট্রাম্পের সঙ্গে স্টোর্মির সম্পর্ক
শুরু ২০০৬ সাল থেকে; ২০০৭ সালেও যা বেশ ভালো
পর্যায়ে ছিল। ট্রাম্প তার
বর্তমান স্ত্রী মেলানিয়াকে বিয়ে করেছেন ২০০৫ সালে।
সূত্র: ভয়েস অব
আমেরিকা।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: