17 March 2018

সিরিয়ার আফরিন, ঘৌটা থেকে পালিয়েছে অর্ধ লক্ষ মানুষ


আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ার পূর্ব ঘৌটা ও আফরিনের দুই পৃথক লড়াই থেকে বাঁচতে রেকর্ড সংখ্যক মানুষ পালিয়ে যাচ্ছেপূর্ব ঘৌটায় বিমান হামলায় শত শত বেসামরিক লোক মৃত্যুর কোলে ঢলে পড়েছেন রাজধানী দামেস্কের নিকটবর্তী এই অঞ্চলটির নিয়ন্ত্রণ নিতে রুশ সমর্থিত সিরীয় বাহিনী বিমান ও স্থল হামলা জোরদার করেছে

এদিকে আফরিনে তুর্কি সেনাবাহিনী ও তাদের মিত্র বিদ্রোহীদের হামলায় শিশুসহ ৪০ জনের বেশি নিহত হয়েছেন।-খবর রয়টার্স ও আলজাজিরার কুর্দি ওয়াইপিজি যোদ্ধারা আফরিনের নিয়ন্ত্রণ ধরে রাখতে তুর্কি বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে সিরিয়ায় দুই লড়াইয়ের একটিতে সমর্থন দিচ্ছে রাশিয়া, অন্যটিতে নেতৃত্ব দিচ্ছে তুরস্কএতে দেশটির বিভিন্ন গোষ্ঠী ও তাদের বিদেশি মিত্রদের আগ্রাসী হামলায় আঞ্চলিক নিয়ন্ত্রণের নতুন মানচিত্র তৈরি হচ্ছেএর আগে গত বছর দেশটিতে ইসলামিক স্টেটের স্বঘোষিত খেলাফতেরও পতন ঘটেছে

চলতি সপ্তাহে সিরীয় গৃহযুদ্ধ আট বছরে পা রেখেছেএতে প্রায় পাঁচ লাখ লোক নিহত হয়েছেনএক কোটি ১০ লাখেরও বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেএদের মধ্যে অন্তত ৬০ লাখ সিরীয় বিভিন্ন দেশের শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন বৃহস্পতিবার পূর্ব ঘৌটা থেকে পালিয়েছে প্রায় ২০ হাজার মানুষদ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস একথা জানিয়েছে

তাছাড়া শুক্রবার এলাকাটিতে রাশিয়ার বিমান হামলায় ৩১ জন নিহত হওয়ারও খবর দিয়েছে সংগঠনটিআফরিন থেকে প্রায় ৩০ হাজার মানুষ পালানোর পরিসংখ্যান দিয়েছে দ্য সিরিয়ান অবজারভেটরি পূর্ব গৌতায় যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক আহ্বানের পরও হামলা থামেনিসিরিয়ার সরকারি বাহিনী এখন ঘনবসতিপুর্ণ এলাকাগুলোর দিকে এগুচ্ছেঅধিবাসীরা জানিয়েছে, এলাকার অনেক স্থানেই রাস্তায় রাস্তায় সরকারি সেনাদের সঙ্গে বিদ্রোহীদের লড়াই চলছে

এ লড়াইয়ের মাঝেই শুক্রবার সিরিয়া সরকার নিরাপদ এলাকা দিয়ে আরও প্রায় ৪ হাজার মানুষকে সরে যেতে দিয়েছেবিদ্রোহীদের বিরুদ্ধে তিন সপ্তাহের লড়াইয়ের পর পূর্ব গৌতার ৭০ শতাংশ এলাকা পুনর্দখল করেছে সরকারপন্থি বাহিনী অন্যদিকে কুর্দি ওয়াইপিজি মিলিশিয়া নিয়ন্ত্রিত আফরিন শহরেও এখনো বিমান থেকে বোমা হামলার পাশাপাশি স্থল হামলা চালাচ্ছে তুর্কি বাহিনী ও তাদের স্থানীয় সিরীয় মিত্ররাওয়াইপিজি মিলিশিয়াদেরকে তুরস্কের কুর্দি বিদ্রোহীদের সঙ্গে সম্পৃক্ত বলে মনে করে আঙ্কারা এদের নির্মূল করার চেষ্টা চালাচ্ছেবৃহস্পতিবার রাতভর গোলা হামলার মধ্যে শহর ছেড়ে পালিয়েছে আরো শত শত মানুষ


তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, আফরিন দখলের অভিযান শেষ না হওয়া পর্যন্ত তার দেশ লড়াই থামাবে না


শেয়ার করুন

0 facebook: