21 March 2018

সিরিয়ায় রকেট হামলায় নিহত ৩৫


আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ার রাজধানী দামেস্কের একটি উপশহরে রকেট হামলার ঘটনা ঘটেছেআর এ ঘটনায় অন্তত ৩৫ বেসামরিক লোক নিহত হওয়ার খবর পাওয়া গেছেএ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন রাজধানী দামেস্কের একটি উপশহরের কাশকুল এলাকার ব্যস্ত মার্কেটে এ হামলা চালানো হয়হামলার জন্য বিদ্রোহীদের দায়ী করেছে আসাদ সরকার

রাজধানীকে লক্ষ্য করে একক হামলায় হতাহতের দিক থেকে এটিই সবচেয়ে বড় ঘটনাএদিন বিদ্রোহী নিয়ন্ত্রিত অরবিনে রুশ বিমান হামলায় ১৫ শিশু ও চার নারী নিহত হন
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ঘৌটা থেকে বিদ্রোহী হঠানোর অভিযান শুরুর পর পাল্টা জবাব হিসেবে বিদ্রোহীরা প্রেসিডেন্ট বাশার আল আসাদের এই নির্বাচনী এলাকায় হামলা চালানো শুরু করেছে

হামলায় যারা নিহত হয়েছেন তারা বিধ্বস্ত একটি স্কুলের নিচে আশ্রয় নিয়েছিলেন পূর্ব ঘৌটায় গত এক মাস আগে থেকে শুরু হওয়া সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যকার হামলা-পাল্টাহামলায় এক হাজার ৪০০-এর মতো বেসামরিক নাগরিক নিহত হয়েছেনএলাকা ছেড়েছেন অন্তত ৫০ হাজার মানুষ


শেয়ার করুন

0 facebook: